মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে (India vs England) বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। অধিনায়কের সিদ্ধান্ত ভুল ছিল না প্রমাণ করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রোহিত নিজে রান না পেলেও যশস্বী একাই দলকে টানলেন। ওপেন করতে নেমে প্রথম দিনের শেষে তাঁর রান ১৭৯। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি রয়েছেন পাঁচ রানে। ভারতের সংগ্রহ ৬উইকেট হারিয়ে ৩৩৬ রান। এদিন অভিষেক হয় রজত পাতিদারের।
Back to back fours for the debutant, Rajat Patidar off Joe Root 👌👌
— BCCI (@BCCI) February 2, 2024
Live - https://t.co/Ne2d0hI6QB #INDvENG@IDFCFIRSTBank pic.twitter.com/rB1gYMtSc6
যশস্বীর যাদু
এদিন শুরুতে রোহিত মাত্র ১৪ রানে আউট হয়ে গেলে ফের গুঞ্জন শুরু হয়, এই টেস্টেও কি ব্যর্থতা? রান পাননি শুভমন গিল (৩৪) ও শ্রেয়স আইয়ারও (২৭)। একদিকে উইকেট পড়তে থাকলেও ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন যশস্বী। প্রথমে পাতিদার (৩২), শ্রীকর ভরত (১৭), অক্ষর প্যাটেলকে (২৭) নিয়ে লড়াই চালিয়ে যান যশস্বী। তিনি একার হাতে দলকে টেনে নিয়ে যান। যশস্বী জয়সওয়ালের দায়িত্বশীল শতরান ছাড়া বিশাখাপত্তনমের প্রথম দিনও রোহিত শর্মাদের প্রাপ্তির ভাঁড়ার কার্যত শূন্য।
Jaiswal and Patidar going strong out there in the middle.
— BCCI (@BCCI) February 2, 2024
They now have a partnership of 60* runs.
Live - https://t.co/Ne2d0hI6QB #INDvENG@IDFCFIRSTBank pic.twitter.com/ruIlumovjW
চেনা পরিবেশ অচেনা
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটারদের অস্বস্তি প্রকাশ হয়ে গেল। লাল বলের ক্রিকেটে বিরাট কোহলিহীন ভারতের মিডল অর্ডার উদ্বেগের কারণ হয়ে উঠছে রাহুল দ্রাবিড়ের জন্য। ঘরের মাঠে চেনা পরিবেশেও মানিয়ে নিতে পারছেন না শুভমন গিল, শ্রেয়স আয়ারদের মতো ব্যাটারেরা। শুক্রবার বিশাখাপত্তনমে ভারত যত রান করল তার অর্ধেকের বেশি এল যশস্বীর (অপরাজিত ১৭৯) ব্যাট থেকে। এদিন বল হাতে দুটি করে উইকেট নেন শোয়েব বশির ও রেহান আহমেদ। একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও টম হার্টলি।
That moment when @ybj_19 got to his second Test 💯
— BCCI (@BCCI) February 2, 2024
Watch 👇👇#INDvENG @IDFCFIRSTBank pic.twitter.com/Er7QFxmu4s
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours