Baranagar: তৃণমূল সাংসদের সামনে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ জানালেন অনুদান পাওয়া একাধিক পুজো কমিটি

বরানগরে বেহাল রাস্তা নিয়ে ক্ষুব্ধ পুজো কমিটি, অভিযোগ শুনে কী করলেন সাংসদ?
Baranagar
Baranagar

মাধ্যম নিউজ ডেস্ক: কোটি কোটি টাকা খরচ করে পথশ্রী প্রকল্পে  রাস্তা সংস্কার করার কথা বলা হলেও বাস্তবে কিছুই হয়নি। এমনকী রাজ্যে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। কিন্তু, রাস্তা সংস্কার করার বিষয়ে সরকারের কোনও হেলদোল নেই। এমনই অভিযোগ ছিল বিরোধীদের। এবার সরকারি অনুদান পাওয়া পুজোকমিটিগুলিও বেহাল রাস্তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়েছে। শুক্রবার বরানগরের (Baranagar) পুজো উদ্যোক্তারা পুরসভার কর্মকর্তাদের সামনে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দেন। পুজোর আগে বেহাল রাস্তা সংস্কারের দাবি জানালেন তাঁরা। বরানগর ছাড়়াও বারাকপুর মহকুমার পানিহাটি সোদপুর-মধ্যমগ্রাম রোড, আগরপাড়া, নীলগঞ্জ রোড, বেলঘরিয়া ব্রিজের ঠিক নীচে বেশ কিছুটা জায়গা খানাখন্দে ভরা। ডানলপ মোড়ে বিটি রোড দিয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। পুজোর আগে এই সব রাস্তা সংস্কার না করা হলে দর্শনার্থীরা চরম নাকাল হবেন।

পুজো কমিটিগুলিকে কী নির্দেশ দিল পুরসভা? (Baranagar)

শুক্রবার সন্ধ্যায় পুরসভার উদ্যোগে বরানগরে (Baranagar) পুজো নিয়ে বৈঠক ছিল। বৈঠকে বরানগর পুরসভার ছোট, বড়, মাঝারি সমস্ত পুজো কমিটির কর্মকর্তাদের ডাকা হয়েছিল। পুরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছিলেন। পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ন বসু বলেন, বেশিরভাগ পুজো কমিটিকেই রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান  দেওয়া হচ্ছে। তাই প্রত্যেককে মণ্ডপের সামনে ডেঙ্গি নিয়ে সচেতনতা, প্লাস্টিক বর্জন সহ একাধিক ইস্যুতে সচেতনতামূলক বার্তা দেওয়া ফেস্টুন টাঙাতে হবে। অন্যথা আগামী বছর তাদের সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে সংশয় তৈরি হবে। নির্দেশ না মিললে আগামী বছর যে অনুদান মিলবে না বলে হুঁশিয়ারি দিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান।

পুজো কমিটির উদ্যোক্তারা কী বললেন?

পুজো কমিটি বৈঠকে বিধি নিষেধ নিয়ে আলোচনা হয়। পুজো কমিটির কর্মকর্তাদের কাছ থেকেও তাদের মতামত নেওয়া হয়। পুজো কমিটির সদস্যরা বলেন, বরানগর (Baranagar) পুরসভা এলাকায় গোপাল লাল দাস ঠাকুর রোড, একে মুখার্জী রোড, টবিন রোড সহ পুরসভার একাধিক রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। পুজোর আগে এই রাস্তা মেরামতি না করা হলে দর্শনার্থীদের প্রতিমা দর্শন করতেই চরম নাকাল হতে হবে। তাই, পুজোর আগেই যাতে বেহাল রাস্তা সংস্কার করা হয় তার দাবি করেন পুজো উদ্যোক্তারা। পুজো কমিটি সদস্যদের আরও বক্তব্য, আমাদের রাজ্য সরকার অনুদান দিচ্ছে, খুব ভাল উদ্যোগ। কিন্তু,সরকারের রাস্তার দিকেও নজর দেওয়ার দরকার। না হলে পুজোর সময় সকলকে চরম দুর্ভোগ পোহাতে হবে।

রাস্তা সমস্যা শুনে কী করলেন সাংসদ?

পুরসভা এলাকায় বেহাল  রাস্তার সমস্যার বিষয়টি জানতে পারার পরই তৃণমূল সাংসদ সৌগত রায় মঞ্চ থেকেই মন্ত্রী পুলক রায়কে ফোন করেন। বেহাল রাস্তা সংস্কার করার জন্য তাঁর কাছে তিনি অনুরোধ জানান। কবে, সেই রাস্তা হয় তারদিকে তাকিয়ে রয়েছেন পুরবাসী।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles