মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে তৃণমূলের রাজত্বে উন্নয়নের জোয়ার চলছে দাবি করলেও, সেই দাবি কতটা কঙ্কাল সার শূন্য তার প্রকৃষ্টতম উদাহরণ হল, বাঁকুড়ার বাকাদহ বোড়ামারা গ্রামের চিত্রটা। উল্লেখ্য গ্রামে একটাও পাকা বাড়ি নেই। রাজ্য সরকারের ইন্দিরা আবাস যোজনার কোনও বাড়ি এখানে চোখে পড়ে না। গ্রামের বাড়িগুলি মাটি দিয়ে তৈরি, অধিকাংশ ভগ্নস্তূপের মতন দাঁড়িয়ে রয়েছে, যেকোনও সময়ে ভেঙে পড়তে পারে বাড়ি। নজর নেই প্রশাসনের। আর শনিবার এই মাটির ঘরের দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল তিন শিশুর।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর থানার বাকাদহ বোড়ামারা গ্রামে। মৃত শিশুদের মধ্যে একই পরিবারের এক শিশু কন্যা ও দুই পুত্র সন্তান ছিল বলে জানা গেছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিজেপি, শাসকদলকে তীব্র আক্রমণ করে বলেছে, গ্রামে পাকা বাড়ি হয়নি কেন? গরীব মানুষের আবাস যোজনার টাকা চুরি করে, পাকা বাড়ির অধিকার থেকে বঞ্চিত করেছে তৃণমূল। পাকা বাড়ি থাকলে হয়তো এই মর্মান্তিক ঘটনার শিকার হতে হতো না।
কিভাবে দেওয়াল চাপা পড়ে মৃত্যু ঘটল (Bankura)?
গত শুক্রবার বিকাল থেকে বাঁকুড়া (Bankura) জেলা জুড়ে শুরু হয়েছে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত। কিন্তু আজ শনিবার সকাল থেকেই নিম্নচাপের কারণে বৃষ্টিতে মাটির ঘরের দেওয়াল ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় মৃত শিশুদের নাম হল রোহন সর্দার (৫), নিশা সর্দার (৪), অঙ্কুশ সর্দার (৩)। জানা গেছে এই তিন শিশু খেলা করছিল বাড়ির মধ্যেই। হঠাৎ করে ঘরের একটি মাটির দেওয়াল ভেঙে, ওই তিন শিশুর গায়ের উপর পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তিন শিশুকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এরপর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। সমগ্র ঘটনায় এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।
গ্রামে নেই একটাও পাকা বাড়ি
বিষ্ণুপুর (Bankura) ব্লকের বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের বোড়ামারা গ্রাম যেন একটি বিচ্ছিন্ন দ্বীপ। গ্রামে নেই একটিও আবাস যোজনার পাকা বাড়ি। সবকটি কাঁচা বাড়ি ভগ্নপ্রায় অবস্থা। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আজকে দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় যে তিনটি শিশুর মৃত্যু হয়েছে, তাদের ছিল না পাকা বাড়ি। গ্রামের মানুষের ভয় আগামী দিনেও ঘটতে পারে বড়সড়ক দুর্ঘটনা।
গ্রামবাসীদের অভিযোগ
গ্রামবাসীদের (Bankura) অভিযোগ, তৃণমূলের শাসনে বিগত ১০ বছরে একটিও পাকা বাড়ি পাননি গ্রামের মানুষ। এমনকি গ্রামে নেই কোনও আইসিডিএস সেন্টার, নেই কোনও পানীয় জলের ব্যবস্থা। তাই মানুষের প্রশ্ন ইন্দিরা আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি চুরি করেছে তৃণমূল।
বিজেপির বক্তব্য
বিষ্ণুপুরের সাংসদ (Bankura) সৌমিত্র খান মৃত্যুর প্রতি শোক প্রকাশ করে বলেন, “এই গ্রামে একটাও পাকা বাড়ি নেই। মোদিজির দেওয়া বাড়ির টাকা তৃণমূলের নেতারা চুরি করেছে। আজ ওই পরিবারের পাকা বাড়ি থাকলে এই ভাবে শিশুদের মৃত্যুর শিকার হতে হতো না।”
তৃণমূলের বক্তব্য
এই এলাকার শাসক দলের বর্তমান বাঁকাদহ (Bankura) গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী লায়েক এই পাকা বাড়ির বিষয়ে কেন্দ্রকেই দোষারোপ করেছে। তিনি বলেন, “আবাস যোজনার নাম থাকা সত্ত্বেও বাড়ি মেলেনি শুধুমাত্র কেন্দ্রের টাকা না দেওয়ার জন্য।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours