মাধ্যম নিউজ ডেস্ক: মাঠটা একই আছে। বদলেছে ধ্বনি। আবেগ একই আছে। বদলেছে ব্যক্তি। সময়ের স্রোতে ওয়াংখেড়েতে এখন “কোহলিইইইই, কোহলিইইইই” চিৎকার। এক সময় এই মাঠেই উঠত “সচিন, সচিন” ধ্বনি। বুধবার তিনি মাঠে বসেই দেখলেন তাঁকে ছাপিয়ে গেলেন কিং কোহলি। ঈশ্বরও দুহাত তুলে আশীর্বাদ করলেন। ওয়াংখেড়েতেই ১৫ নভেম্বর শেষ ম্যাচ খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেকও হয়েছিল ১৫ নভেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ১৫ নভেম্বরই তাঁকে ছাপিয়ে গেলেন ছাত্র কোহলি।
Virat Kohli bowing down to Sachin Tendulkar after reaching his 50th century.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 15, 2023
Moment of the day! pic.twitter.com/RH8QXtLwmt
বিরাটকে শুভেচ্ছা সচিনের
নিজের ৩৫তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে সচিন তেন্ডুলকরের পাশে নিজের নাম লিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে এক দিনের ক্রিকেটে সচিনকে টপকে গেলেন তিনি। ১০০ রান ছুঁতেই ব্যাট তুলে প্রথমে সচিনের দিকে তাকিয়ে তাঁকে কুর্নিশ জানান বিরাট। গ্যালারিতেই উঠে দাঁড়িয়ে বিরাটকে শুভেচ্ছা জানান ‘মাস্টার ব্লাস্টার’ও। এ এক বিরল মুহূর্ত। সফল ছাত্র গুরুকে পিছনে ফেলে এগিয়ে গেল। সচিনকে সম্মান জানিয়ে তার পরেই চুম্বন ছুড়ে দেন জীবনসঙ্গী অনুষ্কাকে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে ৫০টি শতরানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি।
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023
I… pic.twitter.com/KcdoPwgzkX
রানের পাহাড় ভারতের
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত। শুরু থেকেই গিল, রোহিতদের সামনে অসহায় আত্মসমর্পন করে কিউই বোলাররা। রোহিত শর্মা শুরতেই বোল্ট, সাউদিদের কোমর ভেঙে দেন। স্টেপ আউট করে কিউই পেসারদের ছক্কা মারেন রোহিত। তখনই যেন ভারতীয় দল আলাদা মোমেন্টাম পেয়ে যায়। রোহিত ফিরতেই মুম্বই কোহলি-ময়। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা ধার্য করে ভারত। এদিন ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধ শতক তুলে নেন গিল। শেষ দিকে শ্রেয়স আইয়ারের ৭০ বলে ১০৫ রানের বিধ্বংসী শতকে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।
গ্যালারিতে বেকহ্যাম
এবারের বিশ্বকাপের অন্যতম চমক দেখা গেল সেমিফাইনালের মঞ্চে। ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে মাঠে হাজির হয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর এবং কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। গ্যালারিতে একসঙ্গে বসে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করলেন তাঁরা। ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভিয়ান রিচার্ডসও (Sir Viv Richards) উপভোগ করলেন ভারত-নিউজিল্যান্ডের বিশ্বকাপ দ্বৈরথ। দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ ডাগ্গুবাটি, বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাও ছিলেন গ্যালারিতে। তাঁর পাশেই দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণকেও। মুম্বইয়ে যেহেতু বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, তাই ওয়াংখেড়েতে পৌঁছে গিয়েছেন সচিন কন্যা সারা তেন্ডুলকর। ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours