মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা মহাম্যাচে প্রচারের পুরো আলো শুষে নিয়েছিলেন কোহলি। ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে নিজের নামের প্রতি সুবিচার করলেন বিরাট। ইডেন বরাবরই তাঁর প্রিয়। এখানেই তো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরানটি করেছিলেন কিং কোহলি। এদিনও নিরাশ করলেন না। কোটি কোটি ভক্তের অফুরান ভালবাসা ও শুভেচ্ছায় প্লাবিত হলেন গত চব্বিশ ঘণ্টা। তাঁর ইনিংসের কথা উল্লেখ করে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
Our cricket team is triumphant yet again! Congratulations to the team for a splendid performance against South Africa. Great teamwork.
— Narendra Modi (@narendramodi) November 5, 2023
They have also given a great birthday gift to Virat Kohli, who played a lovely innings today. @imVkohli
বিরাট-বন্দনায় অনুষ্কা
গ্যালারিতে থাকলে নির্ঘাত লাফিয়ে উঠতেন অনুষ্কা শর্মা। এটা যে শুধু বিরাটের দিন। কিন্তু মাঠে থাকতে পারেননি। তবে সবসময় ছিলেন বিরাটের সঙ্গেই তাই শতরানের পর সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানাতে জেরি করলেন না অনুষ্কা। লিখলেন, 'অভিনন্দন! তুমি নিজেই নিজেকে উপহার দিলে শতরান'। কোহলির বোন ভাবনাও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন পিভি সিন্ধু, রণবীর সিং। এদিন রাতে ম্যাচ শেষের পর বিরাচের জন্মদিন উপলক্ষে বিশেষ কেক কাটেন দলের সতীর্থরা। টিম ইন্ডিয়ার মহাতারকার হাতে সোনার ব্যাট তুলে দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
🗣️🗣️ 𝙄𝙩’𝙨 𝙖 𝙫𝙚𝙧𝙮 𝙚𝙢𝙤𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 𝙢𝙤𝙢𝙚𝙣𝙩 𝙛𝙤𝙧 𝙢𝙚.
— BCCI (@BCCI) November 5, 2023
- Virat Kohli on appreciation from the legendary Sachin Tendulkar after his 4⃣9⃣th ODI Ton 👏👏#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvSA | @sachin_rt | @imVkohli pic.twitter.com/jsVukcsY5k
বিরাট-রেকর্ড
বিশ্বকাপে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি। ছুঁয়েছেন সচিন তেন্ডুলকরকে। তা-ও অনেক কম ইনিংসে। ৪৯টি শতরান করতে সচিন নিয়েছিলেন ৪৫২টি ইনিংস। বিরাট ২৭৭টি ইনিংসে সেই রেকর্ড ছুঁয়েছেন। আর একটি শতরান করলেই সচিনকে টপকে একক ভাবে শীর্ষে পৌঁছে যাবেন বিরাট। ইডেনে ৫০ রান করার সঙ্গেই ১১৯ বার এই কীর্তি করেছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন কুমার সঙ্গকারাকে। বিরাটের আগে রয়েছেন সচিন। এক দিনের ক্রিকেটে ১৪৫ বার ৫০ রানের বেশি করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটার হিসাবে দেশের মাটিতে দ্বিতীয় সর্বাধিক রান হয়েছে কোহলির। ইডেনে ৬০০০ রান পার করেছেন তিনি। কোহলির আগে শুধু রয়েছেন সচিন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours