মাধ্যম নিউজ ডেস্ক: মঞ্চটা ছিল বিরাট কোহলির। হঠাতই স্পট-লাইট ঘুরে গেল মহম্মদ শামির দিকে। এদিনও বিরাট, শ্রেয়সকে টপকে তিনিই ম্যাচের সেরা হলেন। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ৪৮ বছরের পুরনো রেকর্ড এক লহমায় ভেঙে দিলেন বাংলার তারকা পেসার। ৯.৫ ওভার বল করে ৫৭ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। আর কোনও ভারতীয় বোলার কখনও একটি ওয়ান ডে ম্যাচে ৭টি উইকেট নিতে পারেননি। সুতরাং, ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতের হয়ে সর্বকালের সেরা বোলিং পারফর্ম্যান্স মেলে ধরলেন শামি। শুধু দেশের ক্রিকেট ভক্তরা নন, অভিনন্দন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
Today’s Semi Final has been even more special thanks to stellar individual performances too.
— Narendra Modi (@narendramodi) November 15, 2023
The bowling by @MdShami11 in this game and also through the World Cup will be cherished by cricket lovers for generations to come.
Well played Shami!
শামির একাধিক নজির
দেশের হয়ে এদিন ছিল শামির ১০০তম এক দিনের ম্যাচ। এদিনই একাধিক নজির গড়লেন বাংলার জোরে বোলার। ৫০ ওভারের ক্রিকেটে জীবনের সেরা বোলিংও করলেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। নিজের দক্ষতায় স্মরণীয় করে রাখলেন শততম এক দিনের ম্যাচ। ভারতের প্রথম বোলার হিসাবে এক দিনের বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। কেন উইলিয়ামসনকে আউট করে বিশ্বকাপে ৫০ উইকেট পূর্ণ করলেন তিনি। এই মাইলফলক স্পর্শ করতে ১৭টি ম্যাচ লাগল শামির। এটিও একটি নজির। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে ৫০ উইকেট নেওয়ার ক্ষেত্রে শামিই দ্রুততম। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। তিনি ১৯টি ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন।
A milestone-filled evening for Mohd. Shami 👏👏
— BCCI (@BCCI) November 15, 2023
Drop a ❤️ for #TeamIndia's leading wicket-taker in #CWC23 💪#MenInBlue | #INDvNZ pic.twitter.com/JkIigjhgVA
এ বার বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলে তিনটিতেই ৫ উইকেট নিলেন তিনি। এই নিয়ে বিশ্বকাপে চতুর্থ বার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। যা বিশ্বে আর কোনও বোলারের নেই। জাহির খান এবং জাভাগল শ্রীনাথকে টপকে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট উইকেট সংগ্রাহক হয়েছেন শামি। তাঁদের ৪৪টি করে উইকেট রয়েছে বিশ্বকাপে। সেমিফাইনালের পর বিশ্বকাপে শামির উইকেট সংখ্যা হল ৫৪।
আরও পড়ুন: শামির সাত উইকেট, কোহলি-শ্রেয়সের শতরান! ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারত
কী বললেন শামি
এদিন খেলা শেষ শামি বলেন, "আমি এই বিশ্বকাপে সুযোগের অপেক্ষায় ছিলাম। শুরুতে যখন বসেছিলাম, সেইসময় খারাপ লাগত। মনে মনে ভেবেছি সুযোগ এলে জান লড়িয়ে দেব। ঠিক তাই হয়েছে। আমি সবসময় বলি বোলিংয়ে সময়জ্ঞানটাই বড় কথা। যতই বলের কারিকুরি করো না কেন, সময়টাই বড় কথা। ওর ফাঁদে পড়েই আউট হয়ে যায় ব্যাটাররা।" দলের জয়ে নিজের অবদান রাখতে পেরে শামি বলেন, "কেন উইলিয়ামসনের ক্যাচ মিস করে এতটা খারাপ লাগছিল যে রোহিত ভাইকে বলেছিলাম বলে কিছু একটা করব। অধিনায়ক ভরসা রাখায় আমার কাজ সহজ হয়ে গিয়েছে।"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours