মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) লিগ পর্যায়ে ইডেন গার্ডেন্সে ভারতের একমাত্র ম্যাচ রবিবার। শনিবার বিকেলে ইডেন গার্ডেন্সে ভারতীয় টিমবাস ঢোকার সঙ্গে সঙ্গে 'বিরাট' চিৎকার। নিজের প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য দুপুর থেকেই ইডেনের সামনে হাজির সমর্থকেরা। নিজেদের পছন্দের তারকা খেলোয়াড়ের নম্বর দেওয়া জার্সি পরে আছেন বিরাট-ভক্তেরাও। তাঁদের একটাই দাবি, রবিবার, নিজের জন্মদিনের দিন শতরান করে রেকর্ড গড়ুন ‘কিং কোহলি’।
ম্যাচের জন্য বিশেষ পরিষেবা
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে (ICC ODI World Cup 2023) কলকাতা ইডেন গার্ডেনসে হতে চলা ম্যাচের জন্য বিশেষ পরিষেবা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষও। আগামী কাল রবিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রাত্রি ১০টা ৪৫ মিনিটে ইডেনের নিকটবর্তী এসপ্ল্যানেড স্টেশন থেকে মিলবে ২টি পরিষেবা। একটি ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রাত্রি ১১টা ১৮ মিনিটে পৌঁছবে দক্ষিণেশ্বর স্টেশনে। অপরটি সেই ১০টা ৪৫ মিনিটেই ছেড়ে ১১টা ১৮ মিনিটে পৌঁছবে কবি সুভাষ স্টেশনে।
ইডেনে নিরাপত্তা বলয়
ম্যাচ ঘিৱে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যেমন তুঙ্গে তেমনই, টিকিটেরও হাহাকার ময়দান জুড়ে। টিকিটের যা চাহিদা তাতে রবিবার ইডেন কানায় কানায় পূর্ণ থাকবে, বলে আশা সিএবির। এমনকি এই ম্যাচে সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আসবেন ভিভিআইপিরাও।ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা ময়দান অঞ্চল। ইডেনে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ম্যাচের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। প্রচুর সংখ্যাক নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হচ্ছে এই ম্যাচ উপলক্ষ্যে।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?
যান চলাচলে নিয়ন্ত্রণ
ম্যাচের দিন সকাল থেকেই যান নিয়ন্ত্রন করবে কলকাতা পুলিশ। একাধিক রাস্তায় বন্ধ থাকবে গাড়ি চলাচল। রবিবার ছুটির দিনে সংখ্যা কম থাকে যান বাহনের।সকাল সাড়ে ৯ টার পর থেকে খেলা শেষ হওয়ার পর পর্যন্ত। ইডেন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। পণ্য়বাহী গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না। হাইকোর্টগামী গাড়িগুলিকে ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিকের চাপ অনুযায়ী।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours