মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে ২৪৩ রানে হারিয়ে গ্রুপে শীর্ষ দল হিসেবে নিজেদের জায়গা পাকা করেছে ভারত। হারলেও গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদেরও সেমিফাইনাল নিশ্চিত। শেষ দুটি স্থানের জন্য চারটি দলের লড়াই চলছে। লিগ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে আমেদাবাদে। সেমিফাইনালে যদি পাকিস্তান নিজেদের জায়গা পাকা করতে পারে তাহলে কাপ দখলের লড়াইয়ে ইডেনে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান (India Vs Pakistan)।
কী সমকরণে ভারত-পাক দ্বৈরথ
সেমিফাইনালে তৃতীয় ও চতুর্থ আসন দখলের লড়াই চলছে। তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। অস্ট্রেলিয়া এক ম্যাচ জিতলেই শেষ চার পাকা। চার নম্বর স্থানের জন্য তিনটি দলের লড়াই হবে, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। পাক দলের শেষ ম্যাচ কলকাতায় শনিবার। তার আগে নিউজিল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে। খেলা ভেস্তে গেলে পাক দল যদি শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে বাবর আজমরা সেমিতে চলে যাবে চার নম্বর দল হিসেবে। বর্তমানে পাকিস্তানের নেট রান রেট ০.০৩৬। আর নিউ জিল্যান্ডের রান রেট ০.৩৯৮। যদি পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে একান্তই হেরে যায়, তাহলে তারা নিউ জিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসেরও পরাজয় চাইবে।
It's official ✅
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 6, 2023
India have secured top spot at #CWC23 while two semi-final places remain up for grabs 📲https://t.co/51N1qeYfUS#CWC23 pic.twitter.com/qdObI3EhfJ
ইডেনে কেমন ভাবে
বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচি অনুযায়ী শীর্ষ স্থানে থাকা দলের সঙ্গে খেলবে চতুর্থ স্থানে থাকা দল। শীর্ষস্থানে ভারত নিশ্চিত। পাকিস্তান যদি চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠে, তাহলে ভারতের বিরুদ্ধে খেলবে। সেমিফাইনালের সূচি অনুযায়ী ভারতের ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে প্রতিপক্ষ যদি পাকিস্তান (India Vs Pakistan) হয়, সেই ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। কারণ পাক দল আগেই জানিয়ে দিয়েছিল, তারা মুম্বইতে নয়, কলকাতায় ম্যাচ খেলতে চায়। তাদের সেই দাবি মেনে নিয়েছিল আইসিসি। পাকিস্তান যদি না ওঠে এবং ভারত অন্য কোনও দলের বিরুদ্ধে খেলে সেক্ষেত্রে সেই ম্যাচ হবে ওয়াংখেড়েতে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours