ICC Cricket World Cup 2023: নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সেমির লড়াইয়ে আফগানিস্তান

Afghanistan: বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক আফগানিস্তানের, কঠিন চ্যালেঞ্জের মুখে বাবররা 
afghanistan
afghanistan

মাধ্যম নিউজ ডেস্ক: সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বাবর আজমদের পিছনে ফেলে এগিয়ে গেছে আফগানিস্তান। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এল আফগানিস্তান। একইসঙ্গে সেমি ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখলেন রাশিদ খান-মহম্মদ নবিরা।

শেষ চারের লড়াই

পাকিস্তান ও আফগানিস্তান দুই দলেরই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। সেই দৌড়ে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও। ভারত একমাত্র দল যারা সেমির টিকিট নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকারও সুযোগ স্পষ্ট। একটা ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালে চলে যাবে তারা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফগানিস্তান, এই তিন দলের পয়েন্ট এখন ৮। তবে এই তিন দলের মধ্যে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে, বাকিদের ৭টি করে ম্যাচ হয়ে গেছে। আর পাকিস্তানের পয়েন্ট ছয়।  

আরও পড়ুন: 'ভারতের সময় বল বদলে দিচ্ছে', অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

দুরন্ত আফগান

নেদারল্যান্ডস ম্যাচে রেকর্ড করল আফগানিস্তান। কোনও একদিনের ম্যাচে এই প্রথমবার কোনও দলের ব্যাটিং অর্ডারের প্রথম ৫ জনের মধ্যে চারজনই রান আউট হলেন। ম্যাচে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। প্রথম পাঁচ জনের মধ্যে শুধু প্রথম উইকেট পড়ে এলবিডব্লুউতে। ওয়েসলি বারেসি ১ রান করে আউট হন। এরপর টানা চার উইকেট নেদারল্যান্ডসের পরে রান আউটের মাধ্যমে। আফগানিস্তানের দুরন্ত ফিল্ডিং সকলের নজর কাড়ে।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রেট। আফগানদের সর্বোচ্চ ৩টি উইকেট নেম মহম্মদ নবি। রান তাড়া করতে নেমে হাসমাতুল্লাহ শাহিদির ৫৬ ও রহমত শাহ-র ৫২ রানের ইনিংসের সৌজন্যে ৩১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জেতে আফগানিস্তান।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles