মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুরের পর এবার হাওড়া (Howrah)। হাওড়ার লিলুয়া থানার এক যুবকের আধার কার্ড, প্যান কার্ড ব্যবহার করে এক প্রতারক কোটি কোটি টাকার ব্যবসা করেছে। অথচ আধারের মালিকই সে কথা জানেন না। বিষয়টি জানতে পেরে প্রতারিত সৌভিক ঘোষ নামে ওই যুবক থানার দ্বারস্থ হন। তাঁর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে সুরজিৎ দত্ত নামে এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে তাঁকে গ্রেফতার করে লিলুয়া থানার পুলিশ।
ঠিক কী ঘটনা ঘটেছে? (Howrah)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত সৌভিকবাবুর বাড়ির হাওড়ার (Howrah) লিলুয়া থানার চামরাইল এলাকায়। সম্প্রতি তিনি অনলাইনে খাবার সরবরাহকারী সংস্থা খোলার জন্য ট্রেড লাইসেন্স করাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে জানতে পারেন তাঁর আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য প্রমাণপত্র নকল করে আগে থেকেই শিবা ট্রেডিং কোম্পানি নামে একটি সংস্থা চলছে। এ কথা শুনে কার্যত হতবাক হয়ে যান সৌভিক। তিনি আরও জানতে পারেন ওই কোম্পানিতে তাঁর নামে দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে গত দু'বছরে ৮ কোটি ৪৫ লক্ষ টাকার লেনদেন হয়েছে। শিবা ট্রেডিং নামে ওই কোম্পানির কলকাতায় যে ঠিকানা দেওয়া ছিল, সেটাও ভুয়ো বলে অভিযোগ ওঠে। পুলিশ তদন্তে জানতে পারে, ওই সংস্থার যাবতীয় কাগজপত্র দেখাশোনা করতেন পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাকে গ্রেফতার করা হয়। এর আগে বারাকপুরে ভাটপাড়ার এক ব্যক্তি কিস্তিতে বাইক কিনতে গিয়ে আধার কার্ড জমা দেন। কাগজপত্র খতিয়ে দেখে জানা যায় তার ওই আধার কার্ড ব্যবহার করে অসমের এক ব্যক্তি কোটি কোটি টাকার কারবার করেছে। যা জেনে থানায় দ্বারস্থ হয়েছিলেন। হাওড়ার সৌভিকবাবু বিষয়টি জানার পর থানার দ্বারস্থ হওয়ায় পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে।
কী বললেন প্রতারিত যুবক?
প্রতারিত যুবক সৌভিকবাবু বলেন, আমার আধার কার্ড দিয়ে এসব হচ্ছে তা আমি ট্রেড লাইসেন্স না করালে জানতেই পারতাম না। এসব জালিয়াতির পিছনে বড়সড় চক্র কাজ করছে। আমি চাই, অবিলম্বে অভিযুক্তদের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলত শাস্তি দেওয়া হোক।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours