Ukraine Returnees: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের দেশের কলেজে ভর্তি করা যাবে না, সাফ জানাল কেন্দ্র

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই ছাত্ররা হয় এনইইটি-তে কম নম্বরের কারণে সেখানে গিয়েছিলেন বা কম খরচে পড়াশোনা করতে গিয়েছিলেন।
Ukraine_Students
Ukraine_Students

মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেন থেকে (Ukraine Student) ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের ভর্তির দাবিতে মামলার শুনানি শুক্রবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। এই মামলায়, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করে কেন্দ্র জানিয়েছে, এই ছাত্রদের ভারতের কলেজে ভর্তি করা আইনত সম্ভব নয়।        

আরও পড়ুন: অজিত ডোভালের আকস্মিক রাশিয়া সফর, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে শান্তির বার্তা?  

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই ছাত্ররা হয় এনইইটি-তে কম নম্বরের কারণে সেখানে গিয়েছিলেন বা কম খরচে পড়াশোনা করতে গিয়েছিলেন। কেন্দ্রের পরামর্শ,  এই শিক্ষার্থীরা ইউক্রেনীয় কলেজ থেকে অনুমতি নিয়ে অন্য কোনও  দেশে কোর্স শেষ করতে পারেন। কেন্দ্র তার হলফনামায় আরও জানিয়েছে, এই ছাত্রদের দুর্বল মেধা থাকা সত্ত্বেও যদি দেশের সবচেয়ে ভালো মেডিকেল কলেজে ভর্তি করা হয়, তবে এটি এই কলেজগুলিতে পঠনরত শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে। এনইইটি-তে কম স্কোরের কারণে তাঁরা ভর্তি হতে পারেননি। তাঁদের অন্য কলেজে ভর্তি হতে হয়েছিল।     

আরও পড়ুন: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত!  

কেন্দ্রের হলফনামায় এও বলা হয়, এই শিক্ষার্থীদের দেশের বেসরকারি কলেজে ভর্তি হওয়ার অনুমতি দিলেও, বেসরকারি মেডিকেল কলেজের ফি দিতে সক্ষম নাও হতে পারেন। এর আগে, ৬ সেপ্টেম্বর ইউক্রেন থেকে নিজেদের কোর্স ছেড়ে ফিরে আসা মেডিকেল শিক্ষার্থীদের ত্রাণ দিয়েছিল ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। কমিশন একটি এনওসি জারি করে জানিয়েছিল, এই শিক্ষার্থীরা এখন দেশ ও বিশ্বের যে কোনও মেডিকেল কলেজ থেকে তাদের পড়াশোনা শেষ করতে পারবে। তবে, এনএমসি এই ছাত্রদের স্ক্রীনিং টেস্ট রেগুলেশন ২০০২-এর দ্বিতীয় মানদণ্ড পূরণ করার একটি শর্তও রেখেছিল। কেন্দ্র জানায়, এখন অবধি এনএমসি-র তরফ থেকে এই শিক্ষার্থীদের দেশে পড়ার বিষয়ে কোনও অনুমতি দেওয়া হয়নি। কেন্দ্রের মতে, এনএমসি অ্যাক্ট ১৯৫৬ এবং এনএমসি অ্যাক্ট ২০১৯- এর অধীনে বিদেশী প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থীকে দেশের প্রতিষ্ঠানে ভর্তি করার কোনও নিয়ম নেই। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles