মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে অ্যাপেলের স্টোর (Apple Stores) খুলতে চলেছে টাটা গ্রুপের মালিকানাধীন সংস্থা ইনফিনিটি রিটেল। ভারত জুড়ে মোট ১০০টি রিটেল স্টোর খুলবে টাটা। আইফোন, ম্যাকবুক সহ সব ধরনের অ্যাপেল প্রোডাক্টের জন্যে বিভিন্ন দেশে রয়েছে অ্যাপেল স্টোর। অ্যাপেল স্টোরগুলিতে চলতে থাকে বিভিন্ন অফার। এই স্টোরগুলির ডিজাইনেও বিশেষত্ব রয়েছে। ইউরোপ-আমেরিকায় থাকলেও, এতদিন এরকম স্টোর ভারতে ছিল না। ঝাঁ চকচকে এই কাঁচের দোকানগুলি তৈরি করবে টাটাদের মালিকানাধীন ইনফিনিটি রিটেল। প্রসঙ্গত, এই মুহূর্তে ইনফিনিটি কোম্পানির ইলেকট্রনিক রিটেল চেন ক্রোমা পরিচালনা করে।
কী বলছে রিপোর্ট?
গত মাসে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল, খুব তাড়াতাড়ি ভারতে আইফোন (Apple Stores) তৈরিতে গতি আনতে অ্যাপেলকে সাহায্য করতে পারে টাটারা। এই জন্য আইফোন উৎপাদন কেন্দ্রে বিপুল লগ্নি করেছে ভারতীয় সংস্থাটি।
টাটা গ্রুপ ভারতে ৫,০০০ কোটি টাকা দিয়ে উইসট্রন- এর ম্যানুফ্যাকচারিং হাব কেনার চেষ্টা করছে। যারা ভারতে অ্যাপল প্রোডাক্ট (Apple Stores) তৈরির অন্যতম প্রধান ভেন্ডর। যদি টাটা গ্রুপের প্রস্তাব উইসট্রন ফিরিয়ে দেয় তবে তারা একসঙ্গে কাজ করতে পারে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। এমনকী ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয় যে, টাটা, উইসট্রনের সঙ্গে হাত মিলিয়ে ভারতে যৌথভাবে আইনফোন তৈরি করবে। তারা কোনও প্ল্যান্ট কেনার কথা ঘোষণা করেনি।
আরও পড়ুন: "ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি", কেন এমন বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
উল্লেখ্য, ভারতে এই মুহূর্তে তিনটি বড় কোম্পানি আইফোন (Apple Stores) তৈরি করে। যারা হল, উইসট্রন, ফক্সকন ও পেগাট্রন। প্রথম কোম্পানিটির প্ল্যান্ট কর্ণাটকে এবং অন্য দুটির প্ল্যান্ট তামিলনাড়ুতে অবস্থিত।
যাইহোক, প্রতিটি রিপোর্ট থেকে একটি বিষয় স্পষ্ট যে, টাটা গ্রুপ অ্যাপলের (Apple Stores) সঙ্গে ব্যবসা করতে বদ্ধপরিকর। তাই তারা আইফোন অ্যাসেম্বেল প্ল্যান্ট তৈরি বা রিটেল স্টোরের মাধ্যমে এই প্রিমিয়াম ফোন বিক্রির চেষ্টা চালাচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours