মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির তদন্তে এবার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের গ্রামের বাড়ি দেবগ্রামের ঘোড়াইক্ষেত্রে পৌঁচ্ছে গেল ইডি (ED)। মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেআইনি লেনদেনের তথ্য ইডি-র হাতে এসেছে। দুর্নীতির তদন্তে আরও জোরদার করে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি-র তদন্তে কী উঠে এল? (ED)
ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, মানিক প্রভাব খাটিয়ে এসকেবি মেমোরিয়াল স্কুলের নাম পরিবর্তন করেছেন। ওই স্কুলের নাম পরিবর্তন করে বাবার নামাঙ্কিত করেন। সূত্রের খবর, ওই স্কুলেই মানিকের ছেলে সৌভিক এক লক্ষ টাকা দান করেছিলেন। অভিযোগ, বিনা টেন্ডারে শুরু হয় ওই স্কুলের নির্মাণের কাজও। কিন্তু প্রশ্ন, সৌভিক ভট্টাচার্য এই এক লক্ষ টাকা কোথা থেকে দিয়েছিলেন? সেই টাকার উৎস কী? কীভাবেই বা মানিক বাবার নামে স্কুল তৈরি করেন? স্কুলের প্রধান শিক্ষক ও প্রাইমারি সেকশনের প্রধান শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। স্কুলের সমস্ত খাতাপত্রও খতিয়ে দেখেন আধিকারিকরা। এর আগে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে মানিকপুত্র সৌভিকের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে ইডি আধিকারিকরা তখন আদালতে পলাশিপাড়ায় একটি স্কুলের তথ্য প্রকাশ্যে আনেন। সেই স্কুলে বেআইনি লেনদেন হয়েছে বলে আদালতে অভিযোগ করে ইডি। সৌভিকের প্যান নম্বরের সূত্র ধরে একটি ক্লাব এবং এই স্কুলের অ্যাকাউন্টের খোঁজ পায় ইডি। এবার সে সবের তদন্ত করতেই ইডি আরও জোরদারভাবে নামে।
ইডিকে কী জানালেন বিতর্কিত স্কুলের প্রধান শিক্ষক?
এসকেবি মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক সুমন চৌধুরী ইডিকে (ED) বলেন, সৌভিক ভট্টাচার্য আমাদের স্কুলের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। আমাদের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল হচ্ছেন আমাদের স্কুলের সেক্রেটারি, প্রেসিডেন্ট বিডিও নমিনেটেড। তবে সৌভিক ভট্টাচার্য একবার এক লক্ষ টাকা দান করেছিলেন। তার বেশি নয়। তবে, এই স্কুলে মানিক ভট্টাচার্য কোনও টাকা দেননি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours