মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। চাকরি দেওয়ার ক্ষেত্রে গ্যারেন্টার ছিলেন শান্তনু বন্দোপাধ্যায়। ইডির জেরায় এমনটাই জানালেন কুন্তল ঘোষ। জানা গিয়েছে, শান্তনুকে গ্যারেন্টার হিসেবে দেখিয়েই বেআইনি নিয়োগে টাকা নেওয়া হত। কুন্তলের এই বয়ানের পরেই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি।
এর আগেও শান্তনু মণ্ডলকে তলব করেছিল ইডি (Recruitment Scam)। প্রায় ২০ ঘণ্টা জেরা করা হয়েছে এর আগে। গতকাল সাড়ে ৮ ঘণ্টা জেরা করা হয়ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। সেখানে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। কুন্তল, শান্তনুর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা করেছে ইডি।
কী জানা গিয়েছে?
বলাগড়ের তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতির অন্যতম অংশ ছিলেন বলে ইডি (Recruitment Scam) জেরায় স্বীকার করেছেন কুন্তল। তাঁকে গ্যারেন্টি করেই চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন কুন্তল-তাপসরা। তিনজনরকে মুখোমুখি জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ জনের নাম নামে তালিকা এবং চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড উদ্ধার করেছে ইডি। শুক্রবার সেটা নিয়েই জেরা করা হবে বলাগড়ের তৃণমূল কংগ্রেস নেতাকে। কীভাবে তাঁর কাছে এই নথি এল তার সত্যতা যাচাই করতে চাইছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: বেনামি অ্যাকাউন্টে নথি কার? গরুপাচার কাণ্ডে আরও ঘনীভূত রহস্য
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে প্রায় ১২ ঘণ্টা তল্লাশি অভিযান চালায় ইডি (Recruitment Scam)৷ একই দিনে তৃণমূত্র যুবনেতা কুন্তল ঘোষের নিউটাউনের দু'টি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়৷ এরপর ২১ জানুয়ারি গ্রেফতার হন কুন্তল ঘোষ ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য৷ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে একাধিকবার জেরা করেছে ইডি৷ তাঁর কাছ থেকে পাওয়া হুগলির এই দুই তৃণমূল যুবনেতার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। গ্রেফতার হওয়ার পর থেকে একাধিকবার তাপস মণ্ডলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কুন্তল। সাংবাদিকদের কাছে তিনি বার বার অভিযোগ করেন, "তাপস মণ্ডলকে ঘুষ দিইনি বলেই আজ আমার এই হাল হল৷"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours