Delhi Police: অপরাধী ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ, ছিনিয়ে নিয়ে গেল ২ অভিযুক্তকে

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিন নাইজেরিয়ানকে...
delhi_naijirio
delhi_naijirio

মাধ্যম নিউজ ডেস্ক: অপরাধী ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ। তবে এবার আক্রান্ত দিল্লি পুলিশ (Delhi Police)। পুলিশকে ঘিরে চলল বিক্ষোভ প্রদর্শন। দক্ষিণ দিল্লির নেব সারাইয়ের রাজু পার্ক এলাকার ঘটনা। রবিবার প্রকাশ্যে এসেছে শনিবারের ওই ঘটনার ভিডিও। জানা গিয়েছে, শনিবার ওই এলাকায় নাইজেরিয়ার কয়েকজন বাসিন্দাকে গ্রেফতার করতে যায় নারকোটিক্স সেল। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিন নাইজেরিয়ানকে গ্রেফতারও করে পুলিশ।

হামলা...

নারকোটিক্স সেলের সদস্যদের দাবি, ওই সময় শতাধিক আফ্রিকাবাসী তাঁদের ঘিরে ধরে হামলা চালায়। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ প্রদর্শনও। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ প্রদর্শন। এই ডামাডোলের বাজারে সুযোগ বুঝে চম্পট দেয় দুই অভিযুক্ত। তৃতীয়জন অবশ্য নারকোটিক্স সেলের সদস্যদের নাগাল এড়াতে পারেননি। পরে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায়। বছর বাইশের ওই তরুণের নাম ফিলিপ। নাইজেরিয়দের গ্রেফতারের সময় নারকোটিক্স সেলের সদস্যদের আক্রান্ত হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে হামলাকারী আফ্রিকার নাগরিকদের মানববন্ধন তৈরি করে বাহিনীকে বাধা দিতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, দড়ি দিয়েই ব্যারিকেড তৈরি করেছিলেন তাঁরা। বাধা ঠেলে এগোতে গেলে নারকোটিক্স সেলের সদস্যদের সঙ্গে নাইজিরিয়ানদের হাতাহাতি শুরু হয়। তখনই ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হয় দুজনকে। এর পরেই একজন অভিযুক্তকে নিয়েই সেখান থেকে চলে আসেন নারকোটিক্স সেলের সদস্যরা।

আরও পড়ুুন: জোশীমঠের ফাটল নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, পুলিশের প্রতিনিধি দলটি অভিযুক্ত তিনজনকে ওই এলাকা থেকে বের করে স্থানীয় থানায় নিয়ে আসার চেষ্টা করছিল। সেই সময়ই পুলিশের পথ আটকে দাঁড়ান অন্তত ১০০ জন আফ্রিকান। এর মধ্যেই তিনজনের মধ্যে দুজন পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায়। পরে অবশ্য অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এরপর ফের এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ রাজু পার্ক এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ ও নার্কোটিক্স সেলের সদস্যরা। এই অভিযানে আটক করা হয় চারজনকে। এবার ফের হামলা চালানো হয় পুলিশের ওপর। এই দফায় দেড়শো থেকে দুশো জন আফ্রিকান পুলিশকে ঘিরে ধরে আক্রমণ করে। তবে এবার পুলিশও প্রস্তুত ছিল। কড়া  হাতে নিয়ন্ত্রণ করা হয় পরিস্থিতি। গ্রেফতার করা হয় ধৃত চারজনকেই।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles