Danushka Gunathilaka: ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার দানুষ্কা গুণতিলকাকে নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

গুণতিলকার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে সিডনির একটি আদালত
danushka-gunathilaka-fb
danushka-gunathilaka-fb

মাধ্যম নিউজ ডেস্ক: ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার দানুষ্কা গুণতিলকার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে সিডনির একটি আদালত। একই সঙ্গে গুণতিলকাকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এগজিকিউটিভ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে শ্রীলঙ্কার হয়ে গুণতিলকাকে আর খেলতে দেখা যাবে না।

সোমবার ভিডিও মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দেন গুণতিলকা। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু ম্যাজিস্ট্রেট রবার্ট উইলিয়ামস তাঁকে জামিন দেননি। আগামী বুধবার এই মামলা আরও একবার আদালতে উঠবে। ততদিন পুলিশি হেফাজতেই থাকতে হবে শ্রীলঙ্কার ক্রিকেটারকে। ধর্ষণের অভিযোগে রবিবার ভোররাতে সিডনির একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় তাঁকে।  দানুষ্কাকে ছাড়াই রবিবার সকালে দেশে ফেরার বিমান ধরেছেন দাসুন শনাকারা। নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘একটি ডেটিং অ্যাপে যোগাযোগের পর ২৯ বছরের এক মহিলার সঙ্গে এক জন পুরুষ দেখা করেছিলেন। মহিলার অভিযোগ, গত ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় ওই ব্যক্তি তাঁকে যৌন নিগ্রহ করেছেন। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। পুলিশ বিভাগের অপরাধ বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।’’

আরও পড়ুন: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

সিডনি পুলিশের বিবৃতিতে অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে অভিযুক্ত শ্রীলঙ্কার নাগরিক। তাঁর বয়স ৩১ বছর। সিডনির যে হোটেলে শ্রীলঙ্কা দল ছিল, সেই হোটেলে এই ঘটনা ঘটেনি। কাছেরই অন্য একটি হোটেলে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার গুণতিলকা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে দ্বীপরাষ্ট্র। এবার তাদের দেশের এক ক্রিকেটারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় বিব্রত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles