Suvendu Adhikari: “মমতা দিদি, রাহুল বাবা সনাতন ধর্মের বিরুদ্ধে”, ছত্তিসগড়ের সভায় নিশানা শুভেন্দুর

Chhattisgarh Assembly Polls 2023: "ছত্তিসগড়ে এবার বিজেপি সরকার হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা...”
Suvendu_Adhikari_(10)
Suvendu_Adhikari_(10)

মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় ছত্তিসগড় বিধানসভা নির্বাচন (Chhattisgarh Assembly Polls 2023)। তার আগে সেখানকার মিনি বাংলায় বিজেপির হয়ে প্রচার করলেন বাংলার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হিন্দির পাশাপাশি বাংলায়ও ভাষণ দেন তিনি। আক্রমণ শানান তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে।

'ইন্ডিয়া জোটের লক্ষ্য'

শনিবার শুভেন্দু প্রচার করেন অন্তগড় ও রায়পুর গ্রামীণ কেন্দ্রে। এই অন্তগড়ের ৬৮ শতাংশ ভোটারই বাঙালি। এখানে লড়াইয়ের ময়দানে বিজেপির পাশাপাশি রয়েছে কংগ্রেস এবং আপও। অন্তগড়ের বিধায়ক অনুপ নাগের বদলে এবার রূপসিংহ পোটাইকে প্রার্থী করেছে সোনিয়া গান্ধীর দল। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনিই। আর বিজেপির (Chhattisgarh Assembly Polls 2023) প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিক্রম উসেন্ডি। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে অনুপের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। তা সত্ত্বেও তাঁর ওপরই ভরসা রেখেছে দল। এদিন অন্তগড়ের বান্দেতে যান শুভেন্দু। সেখানেই করেন জনসভা। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “মমতা দিদি, রাহুল বাবা সনাতন ধর্মের বিরুদ্ধে সরব হচ্ছেন। ইন্ডিয়া জোটের একমাত্র লক্ষ্য মোদিজিকে হটানো।”

'মানুষ আর কংগ্রেসকে চাইছেন না'

শুভেন্দু বলেন, “আমি তো অনামী নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি বলে এক দুজন চেনেন। কিন্তু আমার সভায় যা লোক হয়েছে, তার তিন ভাগের এক ভাগ লোক হয়েছে মুখ্যমন্ত্রীর সভায়। এর থেকেই স্পষ্ট, মানুষ আর কংগ্রেসকে চাইছেন না।” তিনি (Suvendu Adhikari) বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, এঁরা প্রত্যেকেই দেশকে দুভাগ নয়, ছাব্বিশ ভাগ করতে চান। ছত্তিসগড়ের মানুষজন যন্ত্রণার কথা জানেন। ছত্তিসগড়ে যে সব বাঙালি অধ্যুষিত এলাকা রয়েছে, সেই সব এলাকার মানুষজন বিজেপিকেই এবার ভোট দেবেন। নকশাল আন্দোলনকে প্রশ্রয় দেওয়ায় এখানকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এখানকার মানুষজন পরিবারবাদ, দুর্নীতি ও তোষণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চান।"

আরও পড়ুুন: মধ্যপ্রদেশ, রাজস্থান নির্বাচনে ক্ষমতায় আসছে বিজেপি! ইঙ্গিত জনমত সমীক্ষায়

ছত্তিসগড় বিধানসভার আসন সংখ্যা ৯০টি। এর মধ্যে ২০টি কেন্দ্রের নির্ণায়ক শক্তি বাঙালি ভোটাররা। তাই এবার রাজ্যে পালাবদল হবে বলেই আশাবাদী শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতার আশ্বাস, যাঁরা নিজেদের ক্ষমতা কিংবা আর্থিক সামর্থের কারণে অযোধ্যার রাম মন্দির দর্শন করতে পারবেন না ছত্তিসগড়ে (Chhattisgarh Assembly Polls 2023) বিজেপি ক্ষমতায় এলেই তাঁদের রামলালার দর্শনের জন্য নিখরচায় রাম দর্শন যোজনা চালু করবে বিজেপি সরকার।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles