মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচকদের নাম ঘোষণা করল বিসিসিআই। পাঁচজনের মধ্যে চারজনই নতুন। তবে ফের চেয়ারম্যান হলেন চেতন শর্মা (Chetan Sharma)। বরখাস্ত হওয়া কমিটিতেও তিনি একই দায়িত্বে ছিলেন। শনিবার বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিলেন ৫ নির্বাচকের নাম।
কমিটিতে কারা
এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই কারণেই ভেঙে দেওয়া হয়েছিল নির্বাচক কমিটি। বোর্ডের বিজ্ঞপ্তি জারির পর নতুন নির্বাচক কমিটিতে জায়গা পাওয়ার জন্য আবেদন পড়েছিল প্রায় ছ’শো। যেখানে শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ এমনকী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-হকের নামে ভুয়ো পরিচয়পত্র দিয়ে আবেদন জমা পড়েছিল। যাবতীয় তথ্য খতিয়ে দেখার পর শেষে ৩০ জনের শর্টলিস্ট তৈরি করেছিল ক্রিকেট উপদেষ্টা কমিটি। যেখানে রয়েছেন অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। তাঁরাই পরে ১১ জনের ইন্টারভিউ নেন। একটা সময় শোনা গিয়েছিল, প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে। কিন্তু তাঁকে ইন্টারিভিউয়ে না ডাকার মধ্যেই বোঝা যায়, বিসিসিআই কর্তারা অন্য কিছু ভাবছেন। শুধু তাই নয়, টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে যে পর্যালোচনা বৈঠক হয়েছিল সেখানেই হাজির ছিলেন চেতন শর্মা (Chetan Sharma)। ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তিনি নির্বাচক পদে থেকে যেতে চলেছেন ও চেয়ারম্যান হবেন। সেটাই হল। তবে নির্বাচক কমিটির বাকি চার সদস্য নতুন। মধ্যাঞ্চল থেকে শিবসুন্দর দাস, পূর্বাঞ্চল থেকে প্রাক্তন পেসার সুব্রত ব্যানার্জি, দক্ষিণাঞ্চলের শ্রীধরন শরৎ ও পশ্চিমাঞ্চলের সলিল আঙ্কোলা।
আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের
চেতন শর্মাই যোগ্য
তবে চেতন শর্মাকে একই পদে রেখে দিয়ে নির্বাচক কমিটি ভাঙার কারণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। প্রশ্ন উঠছে, তাহলে আগের কমিটি ভেঙে দেওয়ার কারণ কি? চেতেনকে রেখে বাকিদের সরিয়ে দেওয়া? তবে বিসিসিআইয়ের যুক্তি, সামনেই ভারতের নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের দল বাছবে নতুন নির্বাচক কমিটি। বোর্ড মনে করেছে চেতনের থেকে যোগ্য লোক এই মুহূর্তে কেউ নেই। ক্রিকেট উপদেষ্টা কমিটি তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তারা মনে করেছে যে, চেতন অভিজ্ঞ এবং দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। হঠাৎ তাঁকে বদলানো উচিত হবে না বলেই মনে করেছে উপদেষ্টা কমিটি। সামনে বিশ্বকাপও। চেতন জানে কী ভাবে ২০২৩ সালের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল। সেই কারণেই তাঁকে রেখে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours