মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে শুটিং করতে আসা বিদেশি ছবিগুলির জন্যে বিশেষ ছাড়ের ঘোষণা করলেন ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী (Ministry of Information and Broadcasting)অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবে 'দ্য ইন্ডিয়ান প্যাভিলিয়ন'-এর উদ্বোধন করেন অনুরাগ ঠাকুর। মন্ত্রী ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন, সংগীত পরিচালক এআর রহমান, পরিচালক শেখর কাপুর, সিবিএফসি প্রধান প্রসূন যোশি। হাজির ছিলেন অভিনেতা আর মাধবন এবং নওয়াজউদ্দিন সিদ্দিকিও। সেখানেই মন্ত্রী ঘোষণা করেন, বিদেশ থেকে ভারতে সিনেমার শুটিং এলে ৩০% ছাড় (Incentive) দেওয়া হবে। ছাড়ের সর্বোচ্চ পরিমাণ হবে ২,৬০,০০০ মার্কিন ডলার।
[tw]
I'm delighted to announce today in Cannes an incentive scheme for audio-visual co-production & shooting of foreign films in India with a cash incentive of up to 30% with a cap of USD 260,000: I&B Minister Anurag Thakur at inauguration of India Pavilion at 75th #CannesFilmFestival pic.twitter.com/G8GA8Hmmcu
— ANI (@ANI) May 18, 2022
[/tw]
অনুরাগ ঠাকুর তাঁর বক্তৃতায় বলেন, "আমাদের ভারতে শুধু যে ফিল্ম ইন্ডাস্টি আছে তাই নয়, আমাদের আছে সিনেমা ('মা' শব্দে জোর দিয়ে বলেন মাতৃতন্ত্র বোঝাতে।) বিগত ২০ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে (Cannes International Film Festival) বিচারকের দায়িত্ব পালন করছেন ভারতীয় সিনেমার সাথে যুক্ত মানুষরা। এর আগে বিদ্যা বালান, শর্মিলা ঠাকুর, ঐশ্বর্য্য রাই বচ্চন, শেখর কাপুররা। এবার ভারতকে প্রতিনিধিত্ব করছেন দীপিকা পাড়ুকোন। এটা আমাদের জন্যে অত্যন্ত গর্বের বিষয়।"
মন্ত্রী আরও বলেন, "বিশ্বের সব থেকে বড় সিনেমা সংরক্ষণ প্রকল্পটিও তৈরি হচ্ছে ভারতে। ২,২০০ সিনেমাকে সংরক্ষণ করা হবে। প্রকল্পটিতে খরচ হবে ৩৬৩ কোটি টাকা।"
এবছর কান চলচ্চিত্র উৎসব ভারতের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। 'কান্ট্রি অফ অনার' সম্মান দেওয়া হয়েছে ভারতকে। ভারতই প্রথম দেশে যারা এই সম্মান পেল। জুরিদের দলে রয়েছেন দীপিকা পাড়ুকোন। উৎসবের প্রথমদিন বলিউড ও দক্ষিণ ভারতীয় তারকারা আলো করেছেন লাল গালিচা। উৎসবে অংশ নিয়েছেন এ আর রহমান, কমল হাসান, আর মাধবন, নওয়াজউদ্দিন সিদ্দিকী, ঐশ্বর্য্য রাই, তামান্না ভাটিয়া, ঊর্বশী রাউতেলাসহ আরও অনেকে। সঙ্গীত পরিচালক এ.আর রহমানের পরিচালিত প্রথম ছবি দেখানো হবে এবার কান চলচ্চিত্র উৎসবে। দক্ষিণের আর এক তারকা আর মাধবনের প্রথম পরিচালিত ছবিও দেখানো হবে উৎসবে। এছাড়া দক্ষিণী সুপারস্টার কমল হাসানের ছবি ‘বিক্রম’-এর ট্রেলার লঞ্চ হবে। এক কথায় ফ্রান্সে এবার ভারতীয়দেরই জয়জয়াকার। তারই খুশিতেই মন্ত্রীর এই ঘোষণা বলে মনে করছেন অনেকেই।
+ There are no comments
Add yours