মাধ্যম নিউজ ডেস্ক: বহরমপুর পুরসভার (Berhampore Municipality) অবসরপ্রাপ্ত ৫০০ কর্মী দীর্ঘদিন ধরেই বকেয়া মেটানোর দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন তাঁরা। এই মামলায় রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। পুরসভার বকেয়া রয়েছে রাজ্যের কাছে।
কীভাবে সেই বকেয়া মেটানো যাবে সেই পথও বাতলে দিয়েছে হাইকোর্ট
জানা গেছে, বহরমপুর পুরসভায় (Berhampore Municipality) রাজ্যের ২৪৭টি সম্পত্তি রয়েছে। যার মধ্যে ১৭০টি সম্পত্তিতে কর বাবদ ১১ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই টাকা মিটিয়ে দিলেই অবসরপ্রাপ্ত পুরকর্মীদের বকেয়া মেটানো সম্ভব বলে জানিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে হবে। পুরসভার (Berhampore Municipality) আইনজীবী অরিন্দম দাস আদালতে বলেন, রাজ্য ওই টাকা মিটিয়ে দিলে তা কর্মীদের বকেয়া মেটানোর কাজে ব্যবহার করা যাবে। বছরের পর বছর ওইসব সম্পত্তির কর বাবদ টাকা বকেয়া রয়েছে রাজ্যের কাছে। ফলে পুরসভার আয় বাড়ছে না।
পুরসভার বকেয়া রাজ্যের কাছে
প্রসঙ্গত, পুরসভার (Berhampore Municipality) প্রায় ৫০০ জন অবসরপ্রাপ্ত কর্মী বকেয়া গ্র্যাচুয়িটি না পাওয়ার অভিযোগ তোলেন। এই অভিযোগে বহরমপুর পুরসভায় (Berhampore Municipality) অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশ হাইকোর্টে মামলাও করেন। সেই মামলায় বহরমপুর পুরসভার তরফে হাইকোর্টে জানানো হয়, এত সংখ্যক কর্মীর বকেয়া মেটানোর মতো টাকা তাদের কাছে নেই। রাজ্যের কাছে পুরসভার অনেক টাকা বকেয়া রয়েছে। সেই টাকা মেটাচ্ছে না রাজ্য।
পুরসভার কর্মীরা রাজ্যের কর্মচারী নন, আদালতে জানায় রাজ্য
যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, পুরসভার কর্মীরা তাদের কর্মী নয়। তারপরেও তারা পেনশনের ৪০ শতাংশ পুরসভাগুলিকে ওই বাবদ মেটায়। কিন্তু গ্র্যাচুয়িটি বাবদ টাকা দেওয়া সম্ভব নয়। এরপর হাইকোর্ট রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলে। শুধু বহরমপুরই নয়, রাজ্যের বহু পুরসভার কয়েক হাজার অবসরপ্রাপ্ত কর্মী চরম সমস্যায় পড়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। এদিন পুরসভা রাজ্যের কাছে বকেয়া সংক্রান্ত হিসেব আদালতের কাছে পেশ করে। সেই হিসেব দেখেই হাইকোর্ট তাদের কাছের প্রাপ্য মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের অবস্থান জানতে চায়। ওই টাকা দিয়ে পুরসভা (Berhampore Municipality) অবসপ্রাপ্ত কর্মীদের বকেয়া মেটাবে বলে আদালতে জানায়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours