মাধ্যম নিউজ ডেস্ক: মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিরোধী শিবিরের প্রার্থীদের একটি জায়গায় জড়ো হতে হবে। সেখান থেকে তাঁদের এসকর্ট করে মনোনয়ন কেন্দ্র পর্যন্ত নিয়ে যাবেন থানার ওসি (OC)। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা। মিনাখাঁয় মনোনয়নে বাধাদান প্রসঙ্গে সিপিএম, ক্যানিং এবং গোটা বসিরহাটে মনোনয়ন জমা দিতে না পারা বিজেপি ও ভাঙড়ে মনোনয়ন জমা দিতে না পেরে আইএসএফ প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাগুলি এক সঙ্গে ওঠে বিচারপতি মান্থার এজলাসে।
হাইকোর্টে মামলা
এদিন মনোনয়নপত্র জমা দিতে না পেরে হাইকোর্টে মামলা করতে এসেছিলেন পঞ্চায়েতের চার প্রার্থীও। আদালতের নির্দেশ, ওই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে নিয়ে যাবে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাদের সাহায্য করবে সংশ্লিষ্ট এলাকার পুলিশ। পুলিশকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন বিচারপতি মান্থা।
পুলিশ প্রহরায় মনোনয়ন
বৃহস্পতিবারই মনোনয়নপত্র পেশের শেষ দিন। এদিনই মামলাগুলি ওঠে আদালতে (Calcutta High Court)। হাইকোর্টের নির্দেশ, মনোনয়ন দিতে যাওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ৮২ জন প্রার্থী দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও কাশীপুর থানায় জড়ো হবেন। বসিরহাট পুলিশ জেলার সুপারের অফিসে জড়ো হবেন সেখানকার বিজেপি প্রার্থীরা। সেখান থেকে তাঁদের পাহারা দিয়ে মনোনয়নপত্র জমা দিতে নিয়ে যাবে পুলিশ।
গত বৃহস্পতিবার ঘোষণা হয় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট। মনোনয়নপত্র জমা-পর্ব শুরু হয় তার পরের দিন থেকেই। তার পর থেকে রাজ্যের বিভন্ন জেলা থেকে উঠে আসছে একের পর এক অশান্তির খবর। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি হয় ভাঙড়ে। গুলি চালানোর অভিযোগও ওঠে। অশান্তি হয়েছে বসিরহাট, ক্যানিং এবং সন্দেশখালিতেও। বুধবার এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে নালিশ জানাতে গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকি। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি তাঁর।
আরও পড়ুুন: মনোনয়নের শেষ দিনে ঝরল রক্ত, অগ্নিগর্ভ চোপড়ায় গুলিতে মৃত ২, জখম ১
এদিকে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য নির্বাচন কমিশনের গেটের বাইরে বিক্ষোভ দেখান। তাঁদেরও অভিযোগ, মনোনয়ন জমাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি করছে রাজ্যের শাসক দল। মনোনয়নকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ জানিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করে বিজেপি, সিপিএম এবং আইএসএফ। বিচারপতি মান্থার এজলাসে শুনানি হয় ওই মামলার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours