মাধ্যম নিউজ ডেস্ক: বিএসপি বিধায়ক রাজু পাল হত্যাকাণ্ডের সাক্ষী ছিলেন উমেশ পাল। গত শুক্রবার তাঁকে খুন করে দুষ্কৃতীরা। সাক্ষী হত্যার পরই মাফিয়ারাজ শেষ করার হুঙ্কার বিধানসভা থেকে দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi AdityaNath)। গত সোমবারই পুলিশ এনকাউন্টারে নিহত হন এক অভিযুক্ত। আজ বুধবার সকালে বুলডোজার দিয়ে ভাঙা হয় আর এক দুষ্কৃতী জাফর আহমেদের বাড়ি।
ঘটনার সম্পূর্ণ বিবরণ
আজ থেকে ১৮ বছর আগে ২০০৫ সালে খুন হয়েছিলেন বিএসপির বিধায়ক রাজু পাল। ঘটনায় নাম জড়িয়েছিল সমাজবাদী পার্টির নেতা আতিক আহমেদের। তাঁর হত্যার ঘটনার অন্যতম সাক্ষী আইনজীবী উমেশ পালকে গত শুক্রবার প্রয়াগরাজে তাঁর বাড়ির সামনে প্রকাশ্যে গুলি করে খুন করে ৫ জন দুষ্কৃতী। ঘটনায় মৃত্যু হয় উমেশ পালের দেহরক্ষীরও। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ফের আতিকের নামই উঠে আসে। পুলিশের দাবি, বর্তমানে আমদাবাদ জেলে বন্দি আতিকই পুলিশের কাছে নিজের জবানবন্দি দেওয়ার আগে ঘনিষ্ঠ লোকজনকে পাঠিয়ে খুন করিয়েছে উমেশ পালকে।
#WATCH | Umesh Pal murder case: Bulldozer demolishes the house of Zafar Ahmad, the accused and close aide of gangster Atiq Ahmed. pic.twitter.com/pbV8XQJ5Zy
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 1, 2023
সেই ঘটনায় দায়ের হওয়া এফআইআরে আতিক ছাড়াও তার স্ত্রী বিএসপি নেত্রী সাইস্তা পারভীন এবং ছেলে আসাদ আহমেদের নাম রয়েছে বলে সূত্রের খবর। সোমবার পুলিশের এনকাউন্টারে উমেশ পালকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত আতিক ঘনিষ্ঠ এক দুষ্কৃতী আরবাজের মৃত্যু হয়েছিল। ধুমানগঞ্জের নেহরু পার্ক এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারের সময় আরবাজের বুকে গুলি লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কী বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi AdityaNath)
সমাজবাদী পার্টিকে তীব্র ভাষায় আক্রমনও শানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি বলেন “খুনে অভিযুক্ত ডনকে সমাজবাদী পার্টি সাংসদ বানিয়েছিল। দুষ্কৃতীদের মালা কারা পরিয়েছিল?” মাফিয়ারাজকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours