Dhamma Chakra Pravartan Din: ক্ষমা চাইতে হবে, হিন্দু দেব-দেবীদের নিয়ে আপ মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি

আপ মন্ত্রী  রাজেন্দ্র পাল গৌতমকে দল থেকে বহিষ্কারেরও দাবি তোলা হয়েছে।
1c0d75fc1ced7699d8bcbd62208891501665141318066556_original
1c0d75fc1ced7699d8bcbd62208891501665141318066556_original

মাধ্যম নিউজ ডেস্ক: ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের উপর কোনও বিশ্বাস নেই। হিন্দু দেব-দেবীদের পুজো নয়। আম আদমি পার্টির দিল্লির মন্ত্রী  রাজেন্দ্র পাল গৌতমের এই শপথের ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আম আদমি পার্টির নেতার বিরুদ্ধে হিন্দু দেবতাদের অপমান করার অভিযোগ তুলেছে বিজেপি। তাঁকে বহিষ্কার করার দাবি জানানো হয়েছে। ক্ষমা চাইতে বলা হয়েছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও। আপের তরফে প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলা না হলেও সূত্রের খবর, গোটা ঘটানায় ক্ষুব্ধ আপ প্রধান কেজরিওয়াল। 

আরও পড়ুন: মোদির সফল নেতৃত্বের দৌলতেই আজ বিশ্বে ভারতের গুরুত্ব বৃদ্ধি, বললেন জয়শঙ্কর

গত ৫ অক্টোবর দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজেন্দ্র। এই দিনটিতেই ১৯৫৬ সালে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ডঃ বি আর আম্বেদকর। সেই দিনটিতেই ধম্মচক্র প্রবর্তন দিবস (Dhamma Chakra Pravartan Din) পালন করা হয়। সেই উপলক্ষে বহু মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে দিক্ষিত হন। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিয়ো অনুযায়ী শপথ বাক্য পাঠের সময় আপ মন্ত্রী বলেন, “আমার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের উপর কোনও বিশ্বাস নেই। এই দেবতাদের আমি পুজোও করি না। রাম বা কৃষ্ণের উপরেও আমার কোনও বিশ্বাস নেই। যাঁদেরকে অবতার বলে চালানো হচ্ছে।” 

দিল্লির আম্বেদকর ভবনে ধর্মান্তকরণের ওই অনুষ্ঠানে প্রায় ১০ হাজারের বেশি মানুষ যোগ দেন। ওই অনুষ্ঠানে গিয়েই আপ মন্ত্রীর শপথ নেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। আপ মন্ত্রীর ভাইরাল ভিডিয়ো নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, “অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রী রাজেন্দ্র পাল ভারত বিভাজনের প্রকল্প নিয়েছেন। কোনও ভুল নেই যে হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর মূল কারিগর কেজরিওয়ালই।” অমিত মালব্যর পাশাপাশি এই ইস্যুতে সরব হয়েছেন দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও। তিনি বলেন, “এভাবে তো হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মকেই অপমান করা হল। আপের মন্ত্রীর কার্যকলাপ দেখে মনে হচ্ছে, উনি হিংসাকে আমন্ত্রণ জানাতে চাইছেন।"  পাশাপাশি, আপের মন্ত্রীকে দল থেকে বহিষ্কারেরও দাবি তুলেছেন বিজেপি সাংসদ। যদিও ট্যুইট করে গোটা ঘটনার ব্যাখ্যা দিয়েছেন রাজেন্দ্র পাল গৌতম। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles