মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্কোয়াড ঘোষণাও করা হল। রঞ্জি জয়ের পর সৌরাষ্ট্র অধিনায়ককে সুযোগ দেওয়া হল ভারতীয় স্কোয়াডে।
উইনিং স্কোয়াড অপরিবর্তিত রাখা হচ্ছে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। শুধু জয়দেব উনাদকাট দলে ফিরছেন। রঞ্জি ফাইনালের জন্য তাঁকে ভারতীয় দল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তিনি ফের ভারতীয় দলের (Indian Cricket Team) সঙ্গে যোগ দিচ্ছেন। এছাড়া ভারতের টেস্ট দল অপরিবর্তিত। জয়দেব উনাদকাট প্রথম দুটি টেস্টেও দলে ছিলেন। তাঁকে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ফাইনাল খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিসিআই।
তবে রঞ্জি জয়ের উপহারস্বরূপ জয়দেব উনাদকাট জায়গা পেয়েছেন একদিনের দলেও। এর আগে তিনি সাতটি ওয়ানডে খেলেন। শেষ ওয়ানডে খেয়েছিলেন ২০১৩ সালে। সেই নিরিখে ১০ বছর পরে তাঁর ভারতীয় টিমে 'ওয়াপসি' হল। ২০১৩ সালে তিনি ওয়েস্টইন্ডিজের বিপক্ষে শেষবার খেলেছিলেন।
জয়দেব উনাদকাট ছাড়াও হার্দিক পাণ্ডিয়ার জন্যও সুখবর রয়েছে ভারতীয় দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে পাওয়া যাবে না অধিনায়ক রোহিত শর্মাকে। পারিবারিক কারণে তিনি থাকতে পারছেন না। ফলে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন হার্দিক পাণ্ডিয়া। কে এল রাহুলের অফ ফর্মের জন্য তাঁকে ব্যাটার হিসেবে রেখে দিলেও সহ অধিনায়ক রাখা হল না।
প্রথম দুটি টেস্টে সহ অধিনায়ক ছিলেন কে এল রাহুল। কিন্তু তৃতীয় ও চতুর্থ টেস্টে কোনও সহ অধিনায়ক রাখা হল না। সহ অধিনায়ক ছাড়াই টিম ঘোষণা করা হল। টেস্ট স্কোয়ার অপরিবর্তিত থাকল। উল্লেখ্য. তৃতীয় টেস্ট ১ থেকে ৫ মার্চ ইন্দোরে হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চতুর্থ টেস্ট খেলা হবে ৯ থেকে ১৩ মার্চ আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে হবে ১৭, ১৯ ও ২২ মার্চ যথাক্রমে মুম্বই, বিশাখাপত্তনম ও চেন্নাইয়ে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এবং চতুর্থ টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল,মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট।
+ There are no comments
Add yours