Aus vs Eng: বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের ছুটি, ডুবল ব্রিটিশ সূর্য, বিদায় ইংল্যান্ডের

বিশ্বকাপে হাফ ডজন হার ইংল্যান্ডের, হারল অস্ট্রেলিয়ার কাছেও
Untitled_design(322)
Untitled_design(322)

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার (Aus vs Eng) কাছেও হারল ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই পরাস্ত হয়েছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা। শনিবার অস্ট্রেলিয়ার কাছে এই হারের পর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ইংল্যান্ডকে। অন্যদিকে, বিশ্বকাপ টুর্নামেন্টের শুরুটা বেশ খারাপই হয়েছিল অজিদের। টুর্নামেন্টের প্রথম দুটো ম্যাচ তারা হেরে যায়। হতাশ হয়ে পড়ে অজি সমর্থকরা। অনেকেই ভেবে নেন, এই অস্ট্রেলিয়া দল নাকি আর বিশ্বকাপে কামব্যাক করতে পারবে না। তবে ইতিমধ্যেই তারা ঘুরে দাঁড়িয়েছে। সাত ম্যাচের মধ্যে পাঁচটায় জয়লাভ করে তারা ১০ পয়েন্ট সংগ্রহ করেছে এবং সেমিফাইনালের একেবারে দোরগোড়ায় তাঁরা পৌঁছে গিয়েছে।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক 

আহমেদাবাদের টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক। শুরুতেই অস্ট্রেলিয়ার (Aus vs Eng) দুই ওপেনার একেবারেই রান তুলতে পারেননি। অস্ট্রেলিয়ার ইনিংসকে টেনে নিয়ে যান স্টিভ মিথ এবং মার্নাস লাবুসেন। স্মিথ ৪৪ রানের ইনিংস খেলেন। লাবুসেন তাঁর ব্যাটে তোলেন ৭১ রান। যদিও মাঝের ওভারগুলিতে বেশ কিছুটা থমকে যায় অস্ট্রেলিয়া। উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন ক্যামেরান গ্রীন এবং মার্কাস স্টোইনিস। গ্রিন ৪৭ এবং স্টোরিস ৩৫ রান করেন। শেষ পর্যন্ত ৪৯.৩ বল খেলে অস্ট্রেলিয়া (Aus vs Eng) তোলে ২৮৬।


ইংল্যান্ডের ইনিংস শেষ ২৫৩ রানে 

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে অন্য ওপেনার দাউদ মালান ৫০ রান করেন। ইংল্যান্ডের অধিনায়ক বাটলার মাত্র ১ রানেই আউট হন। অন্যদিকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে স্টোকস ও মইনের পার্টনারশিপ। একটা সময় তাঁদের দুজনের খেলা দেখে আশা বাড়ছিল। ব্রিটিশ সমর্থকরা ভাবতে থাকেন ইংল্যান্ড জিতলেও জিততে পারে। তবে ৬৪ রানের মাথায় স্টোকস আউট হন এবং ৪২ রানের মইন আউট হতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড (Aus vs Eng)। ৪৮.১ ওভারে মাত্র ২৫৩ রানের অল আউট হয়ে যায় তারা। এরই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles