মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় আপাতত দিল্লি যেতেই হচ্ছে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে ইডির করা আবেদনে বৃহস্পতিবার সম্মতি দিল আসানসোল আদালত। যার ফলে কেষ্টর দিল্লিযাত্রা এখন সময়ের অপেক্ষা বলা চলে। শুক্রবারই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে।
দিল্লির পথে অনুব্রত!
দু’দিন আগে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ইডিকে প্রশ্ন করেছিল, অনুব্রতকে (Anubrata Mondal) কেন এখনও দিল্লি (Delhi) নিয়ে গিয়ে জেরা করা হয়নি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, দিল্লি আসা রুখতে আগেই দিল্লি হাইকোর্টে মামলা করে রেখেছেন অনুব্রত। সেই মামলা বিচারাধীন। বিচারপতি প্রশ্ন করেন, সেই মামলায় তো কোনও রায় বেরোয়নি, দিল্লি হাইকোর্টে কোনও স্থগিতাদেশও দেয়নি। অনুব্রতকে দিল্লি নিয়ে আসা যেতেই পারে। সেখানে কোনও বাধা থাকতে পারে না। এরপরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে (CBI Court) আর্জি জানিয়েছিল ইডি। বৃহস্পতিবার তাতে সবুজ সঙ্কেত দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
আরও পড়ুন: অযোগ্য ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করল এসএসসি
গরু পাচার মামলায় যৌথ ভাবে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। ওই মামলায় গ্রেফতার অন্যতম অভিযুক্ত তথা অনুব্রতের এক সময়ের দেহরক্ষী সহগল হোসেন রয়েছেন তিহাড় জেলে। গত ২০ ডিসেম্বর আইনি প্রক্রিয়া শেষ করে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ইডি। তখনই শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূলি পঞ্চায়েত প্রধানের করা খুনের চেষ্টার অভিযোগে অনুব্রতকে আসানসোল জেলে গিয়ে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ। এর পর তাকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। সবকিছু গুছিয়ে নিয়ে অনুব্রত মণ্ডলকে আগামী কাল শুক্রবার দিল্লি নিয়ে যাবে ইডি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours