Anand Mahindra Idli Amma: ইডলি আম্মাকে বাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার

Idli Amma: তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় বসবাসকারী এম কমলাতাল, ইডলি আম্মা নামে পরিচিত। কমলাতাল পরিযায়ী শ্রমিক। মাত্র এক টাকায় ইডলি বিক্রি করেন এই ইডলি আম্মা।
Idli_Amma_Anand_Mahindra
Idli_Amma_Anand_Mahindra

মাধ্যম নিউজ ডেস্ক: শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) অনেক সময়ই তাঁর ব্যতিক্রমী ট্যুইটের কারণে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। আবার কখনও কখনও অনেক সাধারণ মানুষকে সাহায্য করার জন্যে প্রশংসিতও হন। মাতৃদিবসের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকলেন আনন্দ মাহিন্দ্রা। ‘ইডলি আম্মা’ (Idli Amma) বলে পরিচিত এক মহিলাকে একটি বিশেষ উপহার দিলেন এই বিজনেস টাইকুন। মাতৃ দিবস উপলক্ষে কোয়েম্বাটুরের বাসিন্দা ‘ইডলি আম্মা’কে একটি বাড়ি উপহার দিয়েছেন তিনি।

মাহিন্দ্রা তার ট্যুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। মাহিন্দ্রা লেখেন, “আমাদের টিম অভিনন্দনের যোগ্য, যারা সময় মতো বাড়ির নির্মাণ কাজ শেষ করেছে এবং মাতৃ দিবসে ইডলি আম্মাকে উপহার দিয়েছে। এটা তাঁকে এবং তাঁর কাজকে সম্মান জানানোর একটি উপায়। আপনাদের সবাইকে মাতৃ দিবসের শুভেচ্ছা।” ভিডিওটি শেয়ার করে তিনি জানিয়েছেন যে, ইডলি আম্মাকে তার পক্ষ থেকে একটি বাড়ি উপহার দেওয়া হয়েছে।

[tw]

[/tw]

তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় বসবাসকারী এম কমলাতাল, ইডলি আম্মা নামে পরিচিত। কমলাতাল পরিযায়ী শ্রমিক। মাত্র এক টাকায় ইডলি বিক্রি করেন এই ইডলি আম্মা। প্রায় তিন বছর ধরে করছেন এই কাজ। দুবছর আগে, আনন্দ মাহিন্দ্রা কাঠের চুলার বদলে ‘ইডলি আম্মা’কে গ্যাস কিনে দিয়েছিলেন। এরপর এখন তাঁকে বাড়িও দিলেন তিনি। আনন্দ মাহিন্দ্রার এই কাজকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles