RSS: নভেম্বরের প্রথমেই বসছে সঙ্ঘের সর্বভারতীয় বৈঠক, মূল অ্যাজেন্ডা রামমন্দির

২২ জানুয়ারি অযোধ্যায় রামের বিগ্রহ প্রতিষ্ঠার দিন, দেশজুড়ে কর্মসূচি সঙ্ঘের
rss-new
rss-new

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৫-৭ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের বৈঠক বসছে গুজরাট রাজ্যের ভুজে। সূত্রের খবর, সঙ্ঘের বিভিন্ন ক্ষেত্রের কার্যপ্রণালীর বিশ্লেষণ যেমন চলবে এই বৈঠকে তেমনই জাতীয় স্তরের নানা গুরুত্বপূর্ণ ইস্যুও ঠাঁই পাবে আলোচনায়। জানা গিয়েছে, সবথেকে বেশি জোর দেওয়া হতে চলেছে অযোধ্যায় রামের বিগ্রহ প্রতিষ্ঠার দিনটিকে। প্রসঙ্গত, ইতিমধ্যে রামমন্দিরে রামের বিগ্রহ প্রতিষ্ঠার দিনক্ষণও স্থির হয়ে গিয়েছে। 

২২ জানুয়ারি রামের বিগ্রহ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়

আগামী জানুয়ারির ২২ তারিখে অযোধ্যায় প্রতিষ্ঠিত হতে চলেছে রামলালার মূর্তি। 'রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট' বিগ্রহ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় হাজির থাকতে আমন্ত্রণ জানিয়েছে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে। চলতি বছরে মোহন ভাগবতের বিজয়া দশমীর ভাষণে উঠে আসে রামের বিগ্রহ প্রতিষ্ঠার দিনের প্রসঙ্গও। সঙ্ঘ প্রধান (RSS) ওইদিন বলেন, ‘‘২২ জানুয়ারি অযোধ্য়ায় স্থাপিত হবে রামের মূর্তি। ওই দিন দেশব্যাপী মন্দির বা ধর্মস্থানগুলিতে ছোট বড় নানা কার্যক্রম আমরা করতেই পারি।’’ সঙ্ঘের কার্যকারিণী মণ্ডলের বৈঠক তাই অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু বা অ্যাজেন্ডা হতে চলেছে রামের বিগ্রহ প্রতিষ্ঠার দিনটি। ২২ জানুয়ারি ২০২৪ ঠিক কী কী কর্মসূচি নেবে সঙ্ঘ, ভুজের বৈঠকে সে নিয়েই চর্চা চলবে বলে জানা গিয়েছে। চলতি বছরে সেপ্টেম্বরে পুনেতে বসেছিল সঙ্ঘের (RSS) সমন্বয়ে বৈঠক। সেই বৈঠকে আলোচিত বিভিন্ন ইস্যুগুলিও এখানে আর একবার বিশ্লেষণ করা হবে বলে জানা গিয়েছে।

সারা দেশ থেকে প্রতিনিধিরা অংশ নেবেন এই বৈঠকে

সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের অংশ নেবেন সারাদেশের প্রতিটি রাজ্যের প্রতিনিধিরাই। সাংগঠনিক ৪৫টি প্রদেশ থেকেই প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। প্রতিটি প্রদেশের সঙ্ঘচালক, কার্যবাহ ও প্রান্ত প্রচারক ছাড়াও সহ-সঙ্ঘচালক, সহ কার্যবাহ, সহ-প্রান্ত প্রচারকরা হাজির থাকবেন এই বৈঠকে। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, সর কার্যবাহ শ্রী দত্তাত্রেয় হোসাবলের উপস্থিতিতে এই বৈঠক হবে। এছাড়াও সঙ্ঘের বিবিধ ক্ষেত্রের সংগঠন সম্পাদকরা এই বৈঠকে অংশ নেবেন। বর্তমানে দেশের পরিস্থিতির সাপেক্ষে অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের (RSS) বৈঠক  অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  এই বৈঠকেই আগামী দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কোন পথে চলবে তার রূপরেখা নির্ণয় করা হবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles