Air crash: আফগানিস্তানে ভেঙে পড়া বিমান ভারতের নয়, মরক্কোর জানাল ডিজিসিএ

যাত্রিবাহী বিমান ভেঙে পড়ল আফগানিস্তানে!
nepal_plane_crash
nepal_plane_crash

মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানে বাধাখসন প্রদেশে  ভেঙে পড়ল একটি বিমান (Air crash)। রবিবার সকালে হওয়া ওই বিমান দুর্ঘটনার পরেই আফগানিস্তানের সংবাদ মাধ্যম দাবি করে যে বিমানটি ছিল ভারতের। কিন্তু পরবর্তীকালে 'ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন'-এর শীর্ষ আধিকারিকরা জানিয়ে দেন যে সেটি ভারতের বিমান নয়। ডিজিসিএ-এ যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, আফগানিস্তানে তোপখানা পার্বত্য অঞ্চলে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, তা মরক্কোর বিমান (Air crash)। ওই বিমানটির নাম ডিএফ-১০। ডিজিসিএ তাদের বিবৃতিতে আরও জানিয়েছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে তথ্য নিয়ে নিশ্চিত ভাবেই জানতে পারা গিয়েছে যে সেটি মরক্কোর বিমান। অন্যদিকে ভারতের বিমান মন্ত্রকও একই কথা জানিয়েছে।

হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি

এদিন সকালে বিমানটি মস্কো যাওয়ার পথে ভেঙে পড়ে। বদখসান প্রদেশে ওই বিপর্যয়ের খবর প্রথমে দেয় তালিবান প্রশাসন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ার কারণে উদ্ধারকারী দলকে বেশ বেগ পেতে হবে বলে মনে করা হচ্ছে। বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট অঞ্চলের তথ্য দফতরের প্রধান জাবিহুল্লাহ আমিরি বলেন, ‘‘বিমান ভেঙে পড়ার খবর সত্যি। কিন্তু ঠিক কোন জায়গায় সেটি ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল পাঠিয়েছি। তারা এখনও পৌঁছয়নি।’’

আফগানিস্তানের তথ্য অস্বীকার ভারতের

আফগানিস্তানের বিভিন্ন প্রতিবেদনের তথ্য অস্বীকার করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে লেখা হয়, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে কিছু ক্ষণ আগে আফগানিস্তানে ভেঙে পড়া বিমানটি ভারতের নয়। এটি মরক্কোর একটি উড়ান।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles