Bhangar Blast: দুবরাজপুরের পর ভাঙড়! তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, জখম ১

South 24 Parganas: বজবজ, দুবরাজপুর, মালদার পর এবার কোথায় বিস্ফোরণ?
Bhangar
Bhangar

মাধ্যম নিউজ ডেস্ক: ধারাবাহিক বোমা বিস্ফোরণ বাংলাজুড়ে। এগরা, বজবজ, দুবরাজপুর, মালদার পর এবার ভাঙড়ে বোমা বিস্ফোরণ (Bhangar Blast)। তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণে ভেঙে পরল তৃণমূল কর্মীর বাড়ির ছাদের একাংশ। তৃণমূল কর্মীর স্ত্রী গুরুতর জখম হন। মঙ্গলবার রাতে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভার কাশিপুর থানার গানের আইট এলাকায়।  দুদিন আগেই বীরভূমের দুবরাজপুরে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জের মিটতে না মিটতেই ফের তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের (Bhangar Blast)  ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঠিক কী ঘটেছে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে তৃণমূল কর্মী শরিফুল মোল্লার বাড়ি বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। পরবর্তী সময় স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন ছাদের একাংশ ভেঙে পড়েছে। বোমা বিস্ফোরণের (Bhangar Blast) ঘটনায় গুরুতরভাবে জখম হন তৃণমূল কর্মী শরিফুল মোল্লার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এদিকে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

কী বললেন তৃণমূল নেতৃত্ব?

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গোটা ঘটনা ঘটিয়েছে আইএসএফের কর্মীরা। এলাকায় উত্তেজনায় ছড়াতে পরিকল্পিতভাবেই পরপর তিনটি বোমা চার্জ করেছে আইএসএফ। এই প্রসঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, তৃণমূল কর্মী স্ত্রীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। তার সঠিক চিকিৎসা যাতে হয় তারজন্য ইতিমধ্যেই গোটা বিষয়টি আমি ভাঙড়ের অবজার্ভার শওকত মোল্লাকে জানিয়েছি। এই ঘটনার সঙ্গে আইএসএফের  প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে। তারা বোমাবাজি করেছে। তবে, গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।

কী বললেন আইএসএফ নেতৃত্ব?

আইএসএফ নেতৃত্বের বক্তব্য, ওই তৃণমূল কর্মীর বাড়িতেই মজুত ছিল বোমা। আর সেই বোমা বিস্ফোরণে (Bhangar Blast) গুরুতরভাবে জখম হয়েছে তৃণমূল কর্মীর স্ত্রী। এই ঘটনায় আইএসএফ কোনওভাবেই যুক্ত নয়। নিজেদের দোষ ঢাকতেই তৃণমূল কর্মী সমর্থকেরা এমন অভিযোগ তুলছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles