ICC World Cup: মুখোমুখি ভারত-ইংল্যান্ড, টানা ৬ ম্যাচ জেতার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে

১০০তম আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব রোহিতের...
icc-odi-wc-team-captains
icc-odi-wc-team-captains

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার লক্ষ্ণৌর মাঠে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ভারত এর (ICC World Cup) আগে পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয়লাভ করেছে। আজকে জিতলে ৬টি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখবে দল। অন্যদিকে ইংল্যান্ড পাঁচটির মধ্যে হেরেছে চারটিতে জিতেছে একটিতে। এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্য়ান্ডের অধিনায়ক জস বাটলার। ২ দলই আগের ম্যাচের একাদশে কোনও পরিবর্তন আনেনি। মনে করা হচ্ছিল স্পিনার সহায়ক পিচে খেলতে পারেন অশ্বিন। তবে ভারতীয় একাদশে জায়গা হল না তাঁর। তিন পেসার শামি, বুমরা ও সিরাজ এবং এক স্পিনার কুলদীপেই ভরসা রাখল দল। খেলছেন সূর্যকুমারও। ব্যাটে-বলে এমনিতেই দুর্দান্ত ছন্দে রয়েছে গোটা ভারতীয় দল। এখন দেখার লক্ষ্ণৌ-এর মাটিতে বিরাট কোহলি-রোহিত শর্মারা কী করেন।

বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স, কী বলছেন সৌরভ?

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে, ‘‘বিশ্বকাপে (ICC World Cup) ভাল খেলছে ভারতীয় দল, তবে কাপ পাবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না।’’ তাঁর আরও সংযোজন, ‘‘ভারতকে এখন একমাত্র চাপে ফেলতে পারে অস্ট্রেলিয়া। ওরা দারুণ ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু ইংল্যান্ড খুব হতাশ করল। ইংল্যান্ডকে আমি সেমিফাইনালে ধরেছিলাম। এতটা খারাপ খেলবে ভাবিনি।’’হার্দিকের চোট নিয়ে মহারাজের মন্তব্য, ‘‘হার্দিক ভালো ক্রিকেটার। কিন্তু ওর না থাকা খুব প্রভাব ফেলবে না। কারণ, আমাদের টিমে অসম্ভব ভারসাম্য। ব্যক্তিগত কারও থাকা বা না থাকা ক্ষতি করে না। হার্দিকের বদলে যে খেলবে, সেও নিজের সেরাটা (ICC World Cup) দেবে।’’

১০০তম ম্যাচে অধিনায়কত্ব রোহিতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে ৯৯তম ম্যাচে মাঠে নামেন রোহিত। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের দিক থেকে তাঁর সেঞ্চুরি হল। এখনও পর্যন্ত ৯টি টেস্ট, ৩৯টি একদিনের ম্যাচ এবং ৫১ টি-টোয়েন্টি দেশকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ওয়াকিবহাল মহল বলছে, বিশ্বের ৪৯তম ক্রিকেটার (ICC World Cup) হিসেবে দেশকে ১০০তম আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। ভারতের হয়ে সব থেকে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মোট ৩৩২টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। দ্বিতীয় স্থানে থাকা মহম্মদ আজহারউদ্দিন ২২১টি ম্যাচে অধিনায়কত্ব করছেন। তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি ২১৩ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। ১৯৬টি ম্যাচে তিনি অধিনায়ক হিসেবে ছিলেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles