মাধ্যম নিউজ ডেস্ক: মহাষ্টমীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেল ভারতীয় ক্রিকেট দল (ICC World Cup 2023)। হাড্ডাহাড্ডি এই ম্যাচে জেতার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছাল বিরাট কোহলি-রোহিত শর্মারা।চলতি বিশ্বকাপে এনিয়ে পরপর পাঁচটি ম্যাচ জিতল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিনের ম্যাচ জেতার ফলে সেমিফাইনালে যাওয়ার ছাড়পত্র কার্যত নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের এমন দূর্দান্ত পারফরম্যান্সে ১২ বছর পরে আবার বিশ্বকাপ জয়ের (ICC World Cup 2023) স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয়রা। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করেন বিরাট কোহলি। তাঁর হাত ধরেই নিউজিল্যান্ডকে দুরমুশ করল ভারতীয় দল।
প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ২৭৩ রান
প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২৭৩ রান তোলে। ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান ড্যারেল মিচেল। অন্যদিকে ৭৫ রানের ইনিংস খেলে তাঁকে যোগ্য সঙ্গত দেন রাচীন রবীন্দ্র। এই দুই ক্রিকেটারের ১৫০ রানের পার্টনারশিপে অনেকটাই এগিয়ে যায় নিউজিল্যান্ড। পরবর্তীকালে শেষ ১০ ওভারে নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট (ICC World Cup 2023) তুলে নেন মোহাম্মদ শামি। প্রসঙ্গত এটাই বিশ্বকাপে তাঁর প্রথম ম্যাচ ছিল। অন্যদিকে কুলদীপ যাদব দুটি উইকেট পান।
৪ উইকেটে জয় ভারতের
ধর্মশালার মাঠে ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে বেশ আক্রমণাত্মক খেলা শুরু করে ভারতীয় দল (ICC World Cup 2023)। অধিনায়ক রোহিত শর্মা ৪০ বলে ৪৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এর পর অবশ্য ভারতীয় দলের রানের গতি বেশ খানিকটা কমতে শুরু করে। ভারতের টপ অর্ডারে ব্যাটসম্যানরা এদিন হতাশই করেন। শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের মতো খেলোয়াড়রা পরপর আউট হতে থাকেন। চাপ বাড়তে থাকে ভারতীয় দলের ওপর। এমন সময় শক্ত হাতে খেলার রাশ ধরেন বিরাট কোহলি। নিজের মেজাজেই তিনি ইনিংসকে সাজাতে থাকেন। আটটি চার এবং দুটি ছক্কা সহযোগে ৯৫ রানের ইনিংস খেলেন তিনি। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে বিরাটের সেঞ্চুরি ৪৮টি। আজকে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। ৪৮ ওভারেই হাতে ৪ উইকেট বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত (ICC World Cup 2023)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours