মাধ্যম নিউজ ডেস্ক: দু'মিনিটের টর্নেডোয় তছনছ গোটা গ্রাম। ভেঙে পড়েছে গ্রামের একাধিক বাড়ি। নিম্নচাপের বৃষ্টিতে গোটা দক্ষিণবঙ্গ ভিজছে। তার মধ্যেই টর্নেডোয় (Tornado) বিধ্বস্ত হল বসিরহাটের সুন্দরবনের মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েত এলাকা। আহত হয়েছেন বেশ কয়েকজন। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বাজার ও কয়েকটি গ্রাম।
ঠিক কী ঘটনা ঘটেছে? (Tornado)
বসিরহাটের সুন্দরবনের মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার দুপুরে হঠাৎ করেই লাট্টুর মতো পাকিয়ে ওঠে ঝোড়ো হাওয়া। কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় চতুর্দিক। দু'মিনিট ধরে টর্নেডো (Tornado) চলে। যার জেরে কুমারজোল গ্রাম পঞ্চায়েতের মালেয়াড়ি, আমতলা ও জয়গ্রামের মতো সুন্দরবনের বেশ কিছু গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই তছনছ হয়ে যায় সব। সকাল থেকেই চলছিল অঝোরে বৃষ্টি। তার মধ্যেই হঠাৎ করে টর্নেডো চালু হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে পড়েন গ্রামবাসীরা। কোনওরকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ এই ঝড় আসায় বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে, আচমকা ঝড় আসবে তা কেউ ভাবতে পারেননি। অন্যদিকে, হুগলির চুঁচুড়া বিধানসভার কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনাভারুই গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ক্ষণিকের ঘূর্ণিঝড়। ঝড়ের কারণে বেশ কিছু গাছ-বাড়ি ভেঙে পড়ে। ঘরের টিনের চাল উড়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা কী বললেন?
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় ১০০ কিলোমিটার বেগে এই ঝড় শুরু হয়। এলাকায় থাকা বিদ্যুতের তার ছিঁড়ে যায়। চোখের সামনে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। অনেকে জখম হন। বেশ কয়েকটি গাছও ভেঙে পড়েছে রাস্তার উপর, যার ফলে অবরুদ্ধ হয়েছে বেশ কয়েকটি রাস্তা। বেশ কিছু রুটের বাস, লরি, অটো ও টোটো বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে বাসিন্দারা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours