মাধ্যম নিউজ ডেস্ক: গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Railway)। এবার স্বল্প আয়ের লোকজনের কথা ভেবে সাধারণ শ্রেণির নন-এসি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। সচরাচর এই বিশেষ ধরনের ট্রেন চালানো হয় গ্রীষ্মকাল এবং উৎসবের মরশুমে। তবে নয়া এই যে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে, তা চলবে বছরভর। সারা বছরই দেশের পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন।
বিশেষ ট্রেন চালানোর কারণ
সাধারণ ট্রেনে টিকিটের চাহিদা বেশি থাকায় তাঁদের দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়। শুধু তাই নয়, ভাড়াও গুণতে হয় বেশি। মূলত তাঁদের কথা ভেবেই সাধারণ শ্রেণির নন-এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। জানা গিয়েছে, যে সব রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, সেই সব রাজ্যগুলিকে চিহ্নিত করে চালানো হবে এই স্পেশাল ট্রেন (Indian Railway)। রেল সূত্রে খবর, এক বিশেষ সমীক্ষার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। রেল বোর্ডের এক প্রবীণ আধিকারিক জানান, নতুন বছরের শুরু থেকেই চালানো হতে পারে নয়া ট্রেনগুলি।
স্পেশাল ট্রেনগুলির বৈশিষ্ট্য
জানা গিয়েছে, নতুন যে স্পেশাল ট্রেনগুলি চালানো হবে, সেগুলিতে নন-এসি এলএইচবি কোচ থাকবে এবং পরিষেবা মিলবে কেবল স্লিপার ও সাধারণ বিভাগের। তবে এই ট্রেনগুলির কী নাম হবে, তা এখনও ঠিক হয়নি। প্রসঙ্গত, করোনা অতিমারির সময় পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাতে বিশেষ ট্রেন চালিয়েছিল ভারতীয় রেল।
আরও পড়ুুন: 'অষ্টলক্ষ্মী'র সঙ্গে মোদির বৈঠকে হরেক রকম! জানেন কী কী রয়েছে খাদ্য তালিকায়?
রেল সূত্রে খবর, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, অসম, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের জন্য ওই স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। রেল আধিকারিকদের মতে, এই রাজ্যগুলির বিভিন্ন পেশার মানুষ কাজের খোঁজে ভিন রাজ্যের মেট্রো ও বড় শহরগুলিতে যান। মূলত তাঁদের জন্যই চালানো হবে এই স্পেশাল ট্রেন। এই ট্রেনে কেবল স্লিপার-জেনারেল ক্লাস কোচ ব্যবহার করা হবে। স্পেশাল এই ট্রেনগুলিতে ২২ থেকে ২৬টি কোচ থাকবে। ট্রেন চলবে বছরভর, স্থায়ীভাবে। রেল (Indian Railway) সূত্রে খবর, এই ট্রেনগুলি টাইম টেবিলের অন্তর্ভুক্ত করা হবে। যাত্রীরা যাতে আগে থেকেই রিজার্ভেশন করতে পারেন, তাই এই ব্যবস্থা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours