মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানায় গ্যাস লিক (Gas Leak in Ludhiana Factory) মারা গেলেন অন্তত ১১জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অসংখ্য। এখনও চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), চিকিৎসক, অ্যাম্বুল্যান্স, দমকল বাহিনীও পৌঁছে গিয়েছে। কারখানা এবং আশপাশের এলাকা ঘেরাও করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, একটি ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম থেকে ওই বিষাক্ত গ্যাস লিক করা শুরু হয় রবিবার সকাল ৭টা ১৫ নাগাদ। ওই গ্যাস কারখানার আশেপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অসুস্থ বোধ করা শুরু করেন। বেশ কয়েকজন জ্ঞান হারান। এদের মধ্যে একাধিক শিশুও ছিল।
#WATCH | Punjab: Nine dead, 11 hospitalised in an incident of gas leak in Giaspura area of Ludhiana. Visuals from the spot as local administration and medical team reach the spot.
— ANI (@ANI) April 30, 2023
Local officials say that the area has been cordoned off. pic.twitter.com/moDPTVG8XS
কী বলছে প্রশাসন?
লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলেন, ‘‘গ্যাস লিক (Gas Leak in Ludhiana Factory) করে এই কাণ্ড ঘটেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। ন’জন মারা গিয়েছেন। ১১ জন অসুস্থ হয়ে পড়েছেন।’’ তিনি আরও জানিয়েছেন, গ্যাসের উৎস কী, কী ধরনের গ্যাস কারখানায় ছড়িয়েছে, তা এখনও জানা যায়নি। বিপর্যয় মোকাবিলা বাহিনী সেই নিয়ে তদন্ত করছে। তিওয়ানা জানিয়েছেন, ওই এলাকা খুব জনবহুল। তাই তা খালি করা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনায় সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। ট্যুইটারে তিনি জানিয়েছেন, লুধিয়ানার গিয়াসপুরার কারখানায় গ্যাস লিকের ঘটন দুঃখজনক। পুলিশ, সরকার, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours