মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়াতে (Australia) ফের মন্দির ভাঙার ঘটনা সামনে এল। অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা। মঙ্গলবার সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। অস্ট্রেলিয়াতে চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার হিন্দু মন্দিরের ওপর এমন আঘাতের ঘটনা ঘটলো।
অস্ট্রেলিয়ার (Australia) কোথায় ভাঙা হল মন্দির
সূত্র মারফত জানা যাচ্ছে যে চলতি সপ্তাহের সোমবারে সে দেশের ভিক্টোরিয়া প্রদেশের কেরাম ডাউন্সের শিব-বিষ্ণু মন্দিরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি প্রথম লক্ষ্য করেন অস্ট্রেলিয়াতে (Australia) বসবাসকারী ভারতীয় তামিলরা। যাঁরা তিন দিন পোঙ্গল উৎসবের পরে মন্দিরে অধিষ্ঠিত দেবতা দর্শনে গেছিলেন, সেসময়েই নজরে পড়ে এই ভাঙচুরের ঘটনা।
মন্দিরের ভক্তরা কী বলছেন
মন্দিরের জনৈক ভক্ত ঊষা সেনথিলানাথান বলেন, আমরা ভারতীয় তামিলরা অস্ট্রেলিয়াতে (Australia) উদ্বাস্তু হয়ে এসেছিলাম। এই মন্দির আমাদের উপাসনার কেন্দ্র যেটা খালিস্থানের সমর্থকরা মানতে চায় না এবং তারা নিজেদের ঘৃণার বার্তা এইভাবেই বারবার ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন আমি ভিক্টোরিয়ার পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু সমাজকে ভয় দেখানোর জন্য, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু সংগঠনের সভাপতি মার্কন্ড ভাগবত বলেছেন যে আমি বলে বোঝাতে পারবো না কতটা হতাশ আমি হয়েছি, আমি এই নিয়ে দ্বিতীয় বার সাক্ষী থাকলাম যেখানে খালিস্তানি সমর্থকরা আবার কোন মন্দিরকে ভাঙল। হিন্দু কাউন্সিলের মেলবোর্নের সদস্য সচিন মেহতা বলেন খালিস্তানের সমর্থকদের কোন দাবি থাকলে তারা ভিক্টোরিয়ার সংসদ ভবনের যাক এবং সেখানে তাদের বার্তা লিখে দিয়ে আসুক। শান্তিপ্রিয় হিন্দু সমাজকে বারবার আক্রমণ করে কোন লাভ হবে না। ভিক্টোরিয়া সাংসদ ব্রাড ব্যাটিং বলেন, এরকম দুষ্কৃতীদের কোনও জায়গা অস্ট্রেলিয়াতে (Australia) নেই।
প্রসঙ্গত চলতি মাসের ১২ তারিখে মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরে একইরকমের হামলার ঘটনা ঘটেছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours