মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সাইবার ক্রাইমের (Cyber Crime) বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান চালাল সিবিআই (CBI)। সংবাদ সূত্রে জানা গিয়েছে দেশের ১০৫ টি স্থানে এখন পর্যন্ত অভিযান (Operation) চালানো হয়েছে। ৮৭ টি স্থানে সিবিআই একক ভাবে অভিযান চালালেও দিল্লিতে পাঁচটি, আন্দামান ও নিকোবরে চারটি, চণ্ডীগড়ে তিনটি, কর্ণাটকে ১২ টি এবং পাঞ্জাব ও আসামে দুটি করে রাজ্য পুলিশের সঙ্গে সিবিআই যৌথ অনুসন্ধান চালিয়েছে।
এর মধ্যেই রাজস্থানের একটি কল সেন্টারে অভিযান চালিয়ে দেড় কেজি সোনা সহ আরও দেড় কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ইন্টারপোল ও এফবিআই এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। সিবিআইয়ের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন চক্র’ (Operation Chakra)।
[tw]
CBI along with different State/UT police conducted searches at around 105 locations across India. 'Operation Chakra' was focused on cracking down on cyber-enabled financial crimes. Huge amount of digital evidence, Rs 1.5 cr in cash and 1.5kg gold recovered.
— ANI (@ANI) October 4, 2022
[/tw]
সিবিআই সূত্রে খবর, সাইবার জালিয়াতির প্রচুর প্রমাণ ইতিমধ্যেই হাতে এসেছে এদিনের এই অভিযান। অভিযানে আরও দুটি কলসেন্টারে (Call Centre) অভিযান চালিয়ে সেগুলিকে সিজ করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর মধ্যে একটি পুনে এবং একটি আহমেদাবাদে। এই দুটি কল সেন্টারই আমেরিকায় (America) বসবাসকারী নাগরিক থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত বলে সূত্রের খবর। কল সেন্টারগুলি ডার্ক ওয়েব ব্যবহার করে সাধারণ মানুষদের প্রতারণা করত।
[tw]
#TheUrbanDebate | Massive operation against cybercriminals involved in financial crimes; CBI carries out searches at 105 locations under 'Operation Chakra'@bhavatoshsingh reports. #CBI #BreakingNews pic.twitter.com/IW2wJRnb0j
— Mirror Now (@MirrorNow) October 4, 2022
[/tw]
প্রসঙ্গত, সিবিআই অপারেশন গরুড় (Operation Garuda) নামে আরও একটি অপারেশন চালাচ্ছে। এই অভিযানের মাধ্যমে এখনও পর্যন্ত ১৭৫ জনের উপর ড্রাগ মাফিয়াদের গ্রেপ্তার করেছে। প্রায় ৬ হাজার ৬০০ জনকে পুলিষ জিজ্ঞাসাবাদ করেছে। ড্রাগ মাফিয়াদের বিপুল পরিমাণে মাদক জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করেছে সিবিআই আধিকারিকেরা।
[tw]
'Operation Garuda': CBI launches pan-India drugs crackdown, arrests over 175 persons pic.twitter.com/4vzeVPe0xl
— Economic Times (@EconomicTimes) September 29, 2022
[/tw]
এরই পাশাপাশি অপারেশন মেঘচক্র (Operation Megh Chakra) নামে একটি অভিযান চালানো হচ্ছে। এই অভিযান শিশুদের যৌন নির্যাতন গ্যাজেট সহ মোবাইল, ল্যাপটপ সহ ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত অরা হয়েছে।সারা ভারতের ২১ টি রাজ্য জূড়ে ৫৯টি স্থান জুড়ে তল্লাশি অভিযানটি চালানো হয়েছে।এই ঘটনায় প্রায় ৫০ জনের মতো সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
[tw]
#CBI carries out a major operation - code-named “Operation #MeghChakra” against circulation and sharing of child sexual abuse material online based on inputs shared by #Interpol, Singapore. Pan-India raids going on at 56 locations in 20 states and union territories.
— Neeraj Chauhan (@neerajwriting) September 24, 2022
[/tw]
বর্তমানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে (West Bengal) গোরুপাচার (Cattle Smuggling) কান্ডে মুখ্য অভিযুক্ত অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই, অপরদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীকে এসএসসি ও প্রাইমারী টেট কেলেঙ্কারীর নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিজ হেফাজতে নিয়েছিলেন সিবিআই। বিরোধী দল কেন্দ্রীয় সরকারের এই তদন্তকারী সংস্থার উপর পক্ষপাতদুষ্টের মতো ঘোরতর অভিযোগ আনলেও সিবিআই নিরপেক্ষতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে।
+ There are no comments
Add yours