AIFF: রেফারিংয়ের মান ফেরাতে উদ্যোগী ফেডারেশন! বৈঠক ডাকলেন কল্যাণ

All India Football Federation: রেফারিংয়ের মান নিয়ে অভিযোগে কী পদক্ষেপ নেবে এআইএফএফ?
AIFF-President
AIFF-President

মাধ্যম নিউজ ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচে ৭টি লাল কার্ড ও ৭টি হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড গড়েছেন রেফারি। আইএসএলের ইতিহাসে এর আগে কোনও ম্যাচে ১৪ কার্ড দেখানো হয়নি। তারপর ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচেও রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার তাই রেফারিং নিয়ে সতর্ক  সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। রেফারিংয়ের মান ফেরাতে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে (Kalyan Chaubey) একটি বৈঠকের আয়োজন করেছেন। ৩১ ডিসেম্বর হবে বৈঠক।

রেফারিদের দিক নির্দেশে বৈঠক

এআইএফএফ (All India Football Federation) সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বে বৈঠক হবে। রেফারিদের কমিটির প্রতিনিধিদের সঙ্গেই হাজির থাকবেন চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটল। দেশে রেফারির মান পর্যালোচনা করতেই ৩১ ডিসেম্বর এই বৈঠকটি ডাকা হয়েছে। পরিস্থিতি যাচাই করে কোন পথে এগোতে হবে তার রূপরেখা চূড়ান্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক। মুম্বই সিটি এফসি বরাবরই শক্ত গাঁট সবুজ-মেরুন শিবিরের। আইএসএলে (ISL) কোনওদিন মুম্বইয়ের (Mumbai City FC) বিরুদ্ধে জিততে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG)। হতাশার ছবিটা বদলায়নি গত বুধবারও। ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে মোহনবাগান। যদিও সেই ম্যাচের রেফারিং নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। 

আরও পড়ুন: 'সম্প্রীতি ও সহানুভূতির চেতনা উদযাপনের দিনই বড়দিন', বার্তা প্রধানমন্ত্রীর

চলতি মাসেই কল্যাণ চৌবে (Kalyan Chaubey) রেফারিদের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তুরস্কের সুপার লিগের ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্ত নিয়ে জোর হাঙ্গামা বাঁধে, আক্রমণের নিশানায় ছিলেন রেফারিরা। তারপরই কল্যাণ ওই বার্তা দেন।যদিও তারপরও আইএসএল-সহ নানা টুর্নামেন্টে রেফারি নিয়ে বিতর্কে ইতি পড়েনি। আইএসএলের পাশাপাশি আই লিগেও রেফারিং নিয়ে অনেক অভিযোগ এসেছে। এই আবহে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছেন ফেডারেশন সভাপতি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles