মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। মেগা ফাইনাল ঘিরে পারদ তুঙ্গে। এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই ২০ বছর আগে কাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল ভারতের। এবার রোহিত শর্মার হাত ধরে ঘরের মাঠে পুরনো হিসেবে চুকিয়ে নেওয়ার অপেক্ষায় গোটা দেশ।
নিরাপত্তায় জোর
বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জেরে রবিবার কার্যত দুর্গে পরিণত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। জানা গিয়েছে, পাঁচটি অ্যান্টি বোম্ব স্কোয়াড মোতায়েন থাকবে। স্টেডিয়ামের ভিতর থাকবে সিআরপিএফ-র একটি বিশেষ টিম। ভারতীয় বায়ুসেনার দুটি দলও নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে। সেই সঙ্গে স্টেডিয়ামে প্রস্তুত রাখা হবে চেতক কমান্ডোদের দুটো বিশেষ দলকে। চারজন ডিআইজি ব়্যাঙ্কের অফিসার এবং ২৩ জন ডিসিপি উপস্থিত থাকবেন। এর পাশাপাশি ৩৯ জন এসিপি, ৯২ জন পুলিশ ইন্সপেক্টর, ২০০ জন পুলিশের সাব-ইন্সপেক্টর মোতায়েন থাকবে। গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অন্তত ৩০০ জন অফিসার স্টেডিয়ামে থাকবেন। সব মিলিয়ে মোট ৬ হাজার পুলিশের নিরাপত্তা থাকবে। এর মধ্যে ২০০০ পুলিশ থাকবে মাঠের ভিতরে। বাকিরা স্টেডিয়ামের বাইরে।
ভারতীয় দলে পরিবর্তন
আমেদাবাদের উইকেট দেখে ভারতীয় দলে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এই পিচে স্পিনাররা সুবিধা পাবে। তাই রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর কথা ভাবা হচ্ছে। অশ্বিন গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ছাড়া আর একটিও ম্যাচ খেলেননি। সেই ম্যাচেও ভালো বোলিং করেছিলেন। আর অজি দলে ৪ জন বাঁ হাতি ব্যাটার। ফলে অফ স্পিনারের প্রয়োজন পড়বে রোহিতের। আর আহমেদাবাদের উইকেটে যদি টার্ন ও বাউন্স থাকে তাহলে অশ্বিনের থেকে ভাল বিকল্প কিছুই হতে পারে না।
আরও পড়ুন: "কোচ দ্রাবিড়ের জন্য কাপ জিততে চাই", ফাইনালের আগে আর কী বললেন রোহিত?
কখন দেখবেন ম্যাচ
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর ২ টোয়। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টস হবে দুপুর ১.৩০ টায়। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কের পর্দায়। এ ছাড়া এই ম্য়াচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ / সিরাজ রবিচন্দ্রন অশ্বিন।
অস্ট্রলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours