ICC World Cup 2023: ভিত্তিহীন অভিযোগ পাকিস্তানের! রিভিউ নিয়ে নিশানা ভারতীয় ক্রিকেট বোর্ডকে

India-Pakistan: রাসি ভ্যান ডার ডুসেনের এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত নিয়ে সরব প্রাক্তন পাক ক্রিকেটার
India-vs-Pakistan-Asia-cup-super-41
India-vs-Pakistan-Asia-cup-super-41

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ভারত (Indian Cricket Team)। ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে অসাধারণ সমন্বয়, তার পাশাপাশি নিখুঁত ফিল্ডিং-এ ভর করে টানা আটটি ম্যাচ জিতেছে ভারত। তবে, চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তান যেন কোনওভাবেই ভারতের জয়যাত্রা মেনে নিতে পারছে না। বিশেষ করে প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা। 

কী অভিযোগ রাজার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ২৪৩ রানের ব্যবধানে জয় পাওয়া মাত্র রাজা ভারতের বিরুদ্ধে চিটিং-এর অভিযোগ তুলেছেন। তিনি এবার থার্ড আম্পায়ার এবং ডিআরএস সিস্টেমকে ভারতের পক্ষপাতিত্ব করার জন্য অভিযুক্ত করেছেন। তার মূল সমস্যা ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনের এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত নিয়ে। শামির বলে আউট হন তিনি। মাঠে উপস্থিত আম্পায়ার তাকে নট আউট দেন। কিন্তু ভারত রিভিউ নেওয়ার পর দেখা যায় যে বল উইকেটে হিট করছে। তিনি বলেন, ‘‘এই ম্যাচে (রবীন্দ্র) জাডেজা ৫ উইকেট নিয়েছে। আমরা প্রযুক্তির কথা বলি। ভ্যান ডার ডুসেন ওদের প্রধান ব্যাটার ছিল। জাডেজার বল লেগ স্টাম্পে পড়েছিল। ইমপ্যাক্ট দেখাচ্ছিল লেগ স্টাম্পে। তা হলে কী ভাবে সেটা গিয়ে মিডল স্টাম্পে লাগল? ডিআরএস-এ কারচুপি হচ্ছে। ভারত সেটা করছে।’’

ভিত্তিহীন দাবি

রাজা অভিযোগ করলেও, তিনি ঠিকঠাক খেলা দেখেছেন কি না তা নিয়েই প্রশ্ন তুলেছে নেটিজেনরা। রাজা বলেছেন, জাদেজার বলে আউট হয়েছেন ডুসেন আদপে ডুসেনের উইকেট নেন শামি। এর আগে রাজা অভিযোগ করেছিলেন, বাকি দলের বোলারেরা যে বলে বল করেন ও ভারতীয় বোলরেরা যে বলে বল করেন তা আলাদা। সেই কারণেই ভারতীয় বোলারদের বল এত ভাল হচ্ছে। বলে চিপ লাগানো আছে বলে অভিযোগ করেন তিনি। বিসিসিআইয়ের পাশপাশি আইসিসির বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন তিনি। যদিও রাজার সব দাবি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles