India vs Sri Lanka: বিশ্বকাপে সমানে সমানে! শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারত

ICC ODI World Cup 2023: সাতে সাত করার লক্ষ্যে ভারত, কবে, কখন দেখবেন ভারত-শ্রীলঙ্কা ম্যাচ?
ind-vs-sl-team-india-practice-the-wankhede-stadium-in-mumbai_169876037800
ind-vs-sl-team-india-practice-the-wankhede-stadium-in-mumbai_169876037800

মাধ্যম নিউজ ডেস্ক: এগিয়ে চলেছে ভারতের জয়রথ। এবার সপ্তম জয়ের সন্ধানে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মা এন্ড কোম্পানি। অপরদিকে কঠিন অবস্থা শ্রীলঙ্কার। বিশ্বকাপে টিকে থাকতে গেলে এই ম্যাচে জিততে হবে শ্রীলঙ্কাকে। এই পরিস্থিতিতে একে অপরের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামছে দুই দল। 

দুরন্ত ভারত

ইতিমধ্যেই টিম ইন্ডিয়া মুম্বই পৌঁছে গিয়েছে। শুরু করে দিয়েছে অনুশীলনও। ভারতীয় ক্রিকেট দল টানা ৬ ম্যাচে জয়লাভ করলেও, এখনও পর্যন্ত সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারেনি। ফলে টিম ইন্ডিয়া চেষ্টা করবে যে আগামী ম্যাচে জয়লাভ করে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলতে। সেইসঙ্গে তারা পয়েন্ট টেবিলেও শীর্ষস্থানে থাকতে পারবে। তিন বিভাগেই ভারত দারুণ ছন্দে রয়েছে। তবে হার্দিক পাণ্ডিয়া ফিরলে শ্রেয়স আইয়ার একাদশে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। হার্দিক মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে খেলতে পারেন সেমিফাইনাল থেকেই। রোহিত, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুরের মতো শ্রেয়সের কাছেও মুম্বইয়ের ওয়াংখেড়ে হোম গ্রাউন্ড। তাই এখানে ছন্দে ফিরতে মরিয়া শ্রেয়স।

আরও পড়ুন: ‘কোনওদিন ভাবিনি এত সেঞ্চুরি করব!’ আবেগাপ্লুত বিরাট

বিশ্বকাপের পরিসংখ্যান

একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত মোট ৯ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ৪ বার জিতেছে টিম ইন্ডিয়া। আর ৪ বার জিতেছে শ্রীলঙ্কাও। একটি ম্যাচ অমীমাংসিত থেকে গিয়েছে। অর্থাৎ আগামী ২ তারিখের ম্যাচে যে একেবারে সেয়ানে সেয়ানে লড়াই হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ১৯৯৬ সালে ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে যেমন শ্রীলঙ্কার কাছে হেরে ভারতকে বিদায় নিতে হয়েছিল, ঠিক তেমনই ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বসেরার মুকুট পরেছিল টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত এই দুটো দলের মধ্যে মোট ১৬৭টা ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট দল ৯৮টি ম্যাচে জয়লাভ করেছে। সেখানে শ্রীলঙ্কা জিতেছে মাত্র ৫৭টি ম্যাচে। একটি ম্যাচ টাই হয়ে যায়।

ম্যাচের খুটিনাটি

ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়। টস হবে ঠিক দুপুর ১.৩০ টায়। ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া চাইলে এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে পারেন ডিজনি প্লাস হটস্টারে। 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles