মাধ্যম নিউজ ডেস্ক: উদ্বোধন হল দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিসের (3D-Priented Post Office)। বেঙ্গালুরুর কেমব্রিজ লেআউটে অবস্থিত এই পোস্ট অফিসটির ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রেল এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই পোস্ট অফিসটিকে দেশের আপামর মানুষের কাছে উৎসর্গ করেছেন। অশ্বিনী বৈষ্ণব শুক্রবার এই পোস্ট অফিসের (3D-Printed Post Office) উদ্ধোধন করেন।
পোস্ট অফিসের খুঁটিনাটি
জানা গিয়েছে, মাত্র ৪৩ দিনেই মাথায় তৈরি হয়েছে দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস (3D-Printed Post Office)। নির্মাণকারী সংস্থা হল লার্সেন এন্ড টুবরো। নির্মাণ কাজে সম্পূর্ণভাবে সহায়তা করেছে আইআইটি মাদ্রাজ। জানা গিয়েছে, মাদ্রাজ আইআইটির অধ্যাপক মনু সন্থানম এই নির্মাণের অন্যতম স্থপতি। ১,০২১ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত এই পোস্ট অফিসটিতে থ্রিডি কংক্রিট প্রযুক্তি (3D-Printed Post Office) ব্যবহার করা হয়েছে এবং অটোমেটেড নির্মাণ প্রযুক্তিতে রোবটিক্স প্রিন্টার ব্যবহার করা হয়েছে। এই রোবটিক্স প্রযুক্তির জেরেই গোটা নির্মাণ পর্ব তিনদিনে সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রীর ট্যুইট
শুক্রবার প্রধানমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই পোস্ট অফিসের ছবি পোস্ট করেন এবং তিনি লেখেন, ‘‘প্রত্যেক ভারতবাসী এই থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিসের জন্য গর্বিত। যা অবস্থান করছে বেঙ্গালুরুর কেমব্রিজ আউটলেটে। এই পোস্ট অফিস আমাদের দেশের সৃজনশীলতা এবং অগ্রগতিকে বহন করছে। এই পোস্ট অফিসের (3D-Printed Post Office) কাজ সম্পন্ন করতে যাঁরা কঠোর পরিশ্রম করেছেন তাঁদের অভিনন্দন।’’
Every Indian would be proud to see India's first 3D printed Post Office at Cambridge Layout, Bengaluru. A testament to our nation's innovation and progress, it also embodies the spirit of a self-reliant India. Compliments to those who have worked hard in ensuring the Post… pic.twitter.com/Y4TrW4nEhZ
— Narendra Modi (@narendramodi) August 18, 2023
তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ট্যুইট
তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই পোস্ট অফিসের একটি ভিডিও পোস্ট করে লেখেন, এটা হল আত্মনির্ভর ভারতের উদ্যম। পোস্ট অফিস উদ্বোধন করার সময় তিনি বলেন, আমাদের দেশের প্রযুক্তি এবং অগ্রগতির প্রতীক হল এই পোস্ট অফিস।
The spirit of Aatmanirbhar Bharat!
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 18, 2023
🇮🇳India’s first 3D printed Post Office.
📍Cambridge Layout, Bengaluru pic.twitter.com/57FQFQZZ1b
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours