Panchayat Election 2023: পঞ্চায়েতে বিজেপি প্রার্থী হচ্ছেন বগটুইকাণ্ডে স্বজন হারানো মিহিলালের পরিবার!

মনোনয়ন জমা দিলেন পরিবারের তিন সদস্য...
mihilal_sekh_f
mihilal_sekh_f

মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) প্রার্থী হচ্ছেন বগটুইকাণ্ডে স্বজন হারানো মিহিলাল শেখের (Mihilal Sheikh) পরিবারের লোকজন। তৃণমূল নয়, তাঁরা লড়বেন পদ্ম প্রতীকে। সোমবার বীরভূমের রামপুরহাট ১ নম্বর বিডিও অফিসে মনোনয়নপত্র পেশ করতে যান মিহিলালের ভাইপো ও তাঁর স্ত্রী। হলুদ পাঞ্জাবী পরে এক সময়ের তৃণমূল কর্মী মিহিলালও ছিলেন তাঁদের সঙ্গে। মিহিলাল জানান, তাঁর পরিবারের তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিজেপির টিকিটে লড়বেন তাঁরা। মিহিলাল বলেন, "আমার ভাইপো, ভাইপোর স্ত্রী এবং আরও কয়েকজন মনোনয়ন দিচ্ছে।" তিনি বলেন, "ইতিমধ্যেই অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছে। শুধু এখানে নয়, পার্শ্ববর্তী এলাকাগুলো থেকেও অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি মূলত সংখ্যালঘুদের মনোনয়নগুলো দেখছি। " 

কী বলছেন মিহিলাল?

তিনি (Panchayat Election 2023) বলেন, "শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ভোটে লড়ছি আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত শাসন চাইছি। মিহিলাল বলেন, যারা আমাদের লোকজনকে পুড়িয়ে মারল, তারা এখন জেলের মধ্যে বিয়ার খাচ্ছে। বাইরে থেকে জেলে খাবার যাচ্ছে। এগুলো আশিস বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন। এতদিন মুখ খুলিনি। সব লোককে টানাটানি করব না ভেবেছিলাম। কিন্তু পারলাম না।" বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদী মিহিলাল। বলেন, "বগটুইয়ের মানুষ বিজেপির পাশে রয়েছেন।" বিজেপি নেতা ধ্রুব সাহা বলেন, "মিহিলালের নেতৃত্বে ওখানে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। সাধারণ গ্রামবাসী তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে নির্বাচনে ভোট দেবে আমাদের।"

বগটুইকাণ্ড

২০২২ সালের ২১ মার্চ খুন হন (Panchayat Election 2023) তৃণমূল নেতা ভাদু শেখ। পরে তৃণমূলের লোকজন ১২টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। আরও অনেকের সঙ্গে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় মিহিলালের স্ত্রী, মা, মেয়ে এবং বোনের। মিহিলালের অভিযোগ ছিল, রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ওই কাণ্ড ঘটিয়েছিলেন তৃণমূল নেতা আনারুল হোসেন।

আরও পড়ুুন: “বাংলায় গণতন্ত্রকে ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার”, বিস্ফোরক শুভেন্দু

বগটুইকাণ্ডের পর স্বজনহারাদের পাশে দাঁড়ায় বিজেপি। পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন মিহিলাল। বগটুই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবার সেখানেই পাশার দান উল্টে দিতে পারেন স্বজনহারা মিহিলাল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles