মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়ালে তিন মাসের মধ্যে কড়া পদক্ষেপ করা হবে, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সরকারি, সাহায্যপ্রাপ্ত বা পোষিত স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবেন না জানিয়ে বহু আগেই কড়া পদক্ষেপ করেছে রাজ্য। কিন্তু তারপরও দেখা যাচ্ছে নিয়মভঙ্গ করে এক শ্রেণির শিক্ষক প্রাইভেট টিউশন পড়াচ্ছেন, অথবা বিভিন্ন প্রাইভেট টিউশন ইনস্টিটিউশনে পড়াচ্ছেন। কিন্তু এবার বিষটি নিয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দিল আদালত।
তিন মাসের মধ্যে কড়া পদক্ষেপ
প্রাইভেট টিউশন করানোয় অভিযুক্ত স্কুল শিক্ষক-শিক্ষিকাদের ব্যাপারে রাজ্যকে তিন মাসের মধ্যে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম ভেঙে সরকারি শিক্ষকরা টিউশন পড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এবং পর্ষদকে এ বিষয়ে ৩ মাসের মধ্যে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত। না হলে হাইকোর্ট নিজেই পদক্ষেপ করবে বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কঠোর আদালত
প্রাইভেট টিউশন বন্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছিল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশনের চিত্র সকলের সামনে তুলে ধরতে এঁদের কোচিং ক্লাসের ছবি বা ভিডিও তোলেন সংগঠনের প্রতিনিধিরা। মোবাইল ক্যামেরায় তোলা ওই ছবি, ভিডিওতে দেখা যায়, কোনও শিক্ষকের বাড়ির বাইরে সকাল থেকে সাইকেলের সারি। কারও বা দরজার সামনে ৩০-৪০ জোড়া চটি। ছাত্রছাত্রীরা ভিড় জমিয়েছে দিদিমণি বা মাস্টারমশাইয়ের কাছে কোচিং নিতে। প্রায় সাড়ে তিনশো সরকারি, সাহায্যপ্রাপ্ত বা পোষিত স্কুলের শিক্ষকের পড়ানোর ছবি-সহ তথ্য গৃহশিক্ষকরা জমা দেন স্কুলশিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদকে। ২০২১ সালে এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে 'গৃহশিক্ষক কল্যাণ সমিতি' নামে ওই সংগঠন। সেই মামলাতেই গৃহশিক্ষকতায় অভিযুক্ত স্কুল শিক্ষকদের ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।
আরও পড়ুন: ‘শান্তিনিকেতনে’র উঠোন দিয়ে গেল ডিএ-র দাবিতে মিছিল, উঠল ‘চোর, চোর’ স্লোগান
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের বক্তব্য, মামলাকারী সংগঠনের তরফে স্কুল শিক্ষকদের নামের যে তালিকা জমা দেওয়া হয়েছিল, তিন মাসের মধ্যে সে ব্যাপারে পদক্ষেপ করতে হবে। তালিকা অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য জেনে আইনি পদক্ষেপ করতে হবে শিক্ষা দফতরকে। হাইকোর্টের নির্দেশ হাতে পেয়ে সংগঠনের দেওয়া তালিকা অনুযায়ী সরকারি শিক্ষকদের পর্ষদের জেলা দফতরে ডাকা শুরু হয়েছে বলে সূত্রের খবর।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours