মাধ্যম নিউজ ডেস্ক: মেট্রোর মানচিত্রে নতুন রুট! নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত প্রকল্পের কাজ প্রায় শেষ। যেকোনও দিন ছুটতে পারে মেট্রো (Kolkata Metro)। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়েছে এই রুটে কবি সুকান্ত স্টেশনের কাজ প্রায় শেষের পথে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই কালিকাপুর সংলগ্ন মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে কবি সুকান্ত।
আরও পড়ুন: বাংলায় শয়ে শয়ে মিনি কাশ্মীর রয়েছে! কেন এ কথা বললেন বিবেক অগ্নিহোত্রী?
নয়া মেট্রোপথ কত কিমির
মোট সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই মেট্রোপথে রয়েছে ৫টি স্টেশন। রুবির আগে পর্যন্ত চতুর্থ স্টেশনের নাম দেওয়া হয়েছে কবি সুকান্ত। মেট্রো (Kolkata Metro) স্টেশনটিতে ঢোকার মুখেই চোখে পড়বে কিশোর কবির ছবি এবং কবিতার বিভিন্ন লাইন। জানা গিয়েছে সুকান্ত ভট্টাচার্যের নামাঙ্কিত এই স্টেশনে থাকছে ৮টি চলমান সিঁড়ি, ৪টি লিফট, ১২টি সিঁড়ি। যাত্রীদের নিরাপত্তায় গোটা স্টেশনকে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। নিরাপত্তার পাশাপাশি মাথায় রাখা হচ্ছে স্টেশনের সৌন্দর্যের বিষয়টিও।
আরও পড়ুন: মার্চেই ভারত থেকে ডিজেল যাবে বাংলাদেশে! আন্তঃসীমান্ত পাইপলাইন উদ্বোধনে মোদি-হাসিনা
কী বলছে মেট্রো কর্তৃপক্ষ
কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রোপথে প্রাথমিক ভাবে কাজ হয়েছে রুবি মোড় অবধি। মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, এই অংশে পরীক্ষামূলক ভাবেও মেট্রো চালানো হয়েছে। মার্চ মাসের যে কোনও দিন চালু হবে মেট্রো (Kolkata Metro) চলাচল। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতা মেট্রোর (Kolkata Metro) এই রুটে কবি সুভাষ মুখোপাধ্যায়ের পর আর এক বিখ্যাত কবি সুকান্তর নামে স্টেশন তৈরি করতে পেরে তাঁরা গর্বিত।
আরও পড়ুন: ৩০ বছরের পুরোনো ঠান্ডা পানীয় ক্যাম্পা কোলা ফিরছে রিলায়েন্সের হাত ধরে
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours