মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির (TET Scam) অভিযোগে ইডির হাতে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিতেন কুন্তল। সিবিআইয়ের দাবি, যাঁর কাছ থেকে টাকা নেওয়া হত, তাঁকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখানো হত। টাকা নিয়ে পর্ষদের ওয়েবসাইটে উত্তীর্ণ দেখানোর পরে উধাও হয়ে যেত সেই চাকরি প্রার্থীর নাম।
সিবিআই...
সিবিআই সূত্রে দাবি, ২০১৪ সালের টেটের (TET Scam) রেজাল্ট দেখিয়ে টাকা তুলেছেন কুন্তল। এই টেটে যাঁরা ফেল করেছিলেন, ওয়েবসাইটে দেওয়া রেজাল্টে তাঁদের পাশ বলে দেখানো হয়েছিল। সেই রেজাল্টের প্রিন্ট আউটও দেওয়া হয়েছিল। দু এক দিন পর সেই চাকরি প্রার্থী যখন পর্ষদের ওয়েবসাইটে গিয়ে নিজের রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতেন, সেখানে দেখতেন, তিনি ফেল করেছেন। যদিও তার আগে ভুয়ো রেজাল্ট দেখিয়ে টাকা তুলে নিয়েছিলেন কুন্তল।
আরও পড়ুুন: বীরভূমে জাল স্লিপ দিয়ে তোলা হচ্ছে কোটি কোটি টাকা, সিবিআই তদন্তের দাবি
কীভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফেল করা চাকরি প্রার্থীদের নাম আপলোড করা হত? তবে কি ভুয়ো ওয়েবসাইট খুলে চাকরিপ্রার্থীদের নাম আপলোড করে প্রতারণা করতেন কুন্তল? নাকি এটা পর্ষদের একাংশের গভীর ষড়যন্ত্রের অংশ? এসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি (TET Scam) নিয়ে কুন্তলের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। এমন অভিযোগও উঠেছে, চাকরি দেওয়ার নামে কুন্তল যে টাকা তুলেছে, সেটাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে রাখা হত। সেই টাকাই পাওয়া গিয়েছে বলে দাবি করেছিল ইডি।
নিয়োগ দুর্নীতিতে মানিক ও কুন্তলের ভূমিকা বোঝাতে গিয়ে শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকের প্রসঙ্গ টেনেছিলেন ইডির আইনজীবী। তিনি বলেন, নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্য ম্যাকবেথ আর কুন্তলের ভূমিকা ব্যাঙ্কোর মতো। যেভাবে মিলেমিশে তাঁরা এসব করেছেন, তাতে এটাই স্পষ্ট। নিয়োগ দুর্নীতির (TET Scam) শিকড় যে অনেক গভীরে, তা একাধিকবার দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। কুন্তলের ‘পর্ষদ’ যোগের প্রাথমিক ‘প্রমাণ’ পাওয়ায় কেন্দ্রীয় সংস্থাগুলির সেই দাবিই মান্যতা পেল বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours