মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবসায়ীদের ক্ষেত্রে এবার প্যান কার্ডকেই (Union Budget) একমাত্র পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। বুধবার বাজেটে পেশের সময় এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ব্যবসায়ীদের নানা ক্ষেত্রে কেওয়াইসি’র জন্য সাধারণ পরিচয়পত্র হতে চলেছে প্যান কার্ড। এখন থেকে আর আলাদা করে কোনও তথ্য দিতে হবে না। এখন থেকে শুধু প্যান কার্ড পেশ করলেই হবে।
কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Budget) ঘোষণা করেন, এখন থেকে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য সমস্ত সরকারি সংস্থার ডিজিটাল লেনদেনের জন্য প্যান কার্ডকেই সাধারণ পরিচয়পত্র হিসাবে মেনে নিতে কোনও অসুবিধা নেই। অর্থমন্ত্রী আরও বলেন, যে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্যান কার্ড থাকতেই হবে। সব রকম ডিজিটাল লেনদেন এবং ব্যবসা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে প্যান কার্ডকেই একমাত্র মান্যতা দেবে কেন্দ্র। প্যান কার্ড অন্যতম প্রধান নথি হওয়ায় কর দেওয়ার পদ্ধতিও অনেকটাই সহজ হবে।
প্রয়োজন পড়বে না ১৩টি পৃথক পরিচয়পত্রের
এতদিন ব্যবসার ক্ষেত্রে পিএফ, এসিক, প্যান, সিআইএন বা ট্যানের (Union Budget) মতো বেশ কিছু পরিচয়পত্রের প্রয়োজন পড়ত। কিন্তু পদ্ধতির সরলীকরণ করে একমাত্র প্যানকেই একমাত্র পরিচয় ঘোষণা করল কেন্দ্র। এখন থেকে আর ১৩টি পৃথক আইডির প্রয়োজন পড়বে না। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ছিল ব্যবসায়িক ক্ষেত্রে প্যানকে সিঙ্গল উইন্ডো হিসেবে ব্যবহার করা। পরিকল্পনামাফিকই কাজ করল মোদি সরকার।
এর ফলে, দেশে ‘ইজ় অব ডুয়িং বিজ়নেস’ বা ব্যবসা করার সুবিধা (Union Budget) আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কেওয়াইসি বা ‘নো ইয়োর কাস্টোমার’ প্রক্রিয়াও সহজ হবে। আয়কর বিভাগ থেকে ইংরাজি অক্ষর ও নম্বর মিলিয়ে ১০ অঙ্কের এই অনন্য নম্বর দেওয়া হয়। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের নামে প্যান কার্ড দেওয়া হয়।
আরও পড়ুন: ৭ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না কোনও আয়কর! দেখুন নতুন কর-তালিকা
প্যান কার্ড একমাত্র পরিচয়পত্র হলে উপকৃত হবে ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও (Union Budget)। পরিচয়পত্র নকল করার প্রবণতা কমাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এতে ব্যবসায়িক লেনদেনের জটিলতা কমবে এবং ব্যবহারও অনেকটাই সহজ হবে।
+ There are no comments
Add yours