মাধ্যম নিউজ ডেস্ক: একসপ্তাহের ভিতর ফের রাজ্যে সংঘ প্রধান মোহন ভাগবত। জানা যাচ্ছে গুয়াহাটি হয়ে নাগপুর ফেরার পথে কয়েকঘন্টার জন্য তিনি পা পশ্চিমবঙ্গে। ইসকন মন্দিরে এদিন পুজো দেওয়ার কথাও রয়েছে তাঁর। পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কর্মীদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন বলে সূত্রের খবর রয়েছে।
আরও পড়ুন: বন্ধ একশো দিনের প্রকল্প, ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু ৩ পরিযায়ী শ্রমিকের
কী কী কর্মসূচী রয়েছে তাঁর
এদিন সকালে কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে সঙ্ঘ প্রধানের। এরপরেই ইসকন মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রসঙ্গত, সাংগঠনিক বৈঠক ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠানে যোগ দিতে গত ১৮ জানুয়ারি ছয়দিনের সফরে কলকাতায় এসেছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। সঙ্ঘের কাজের পরিসর এবং ধরন নিয়ে সেদিন বক্তব্য রাখেন মোহন ভাগবত। নেতাজীর দেখানো পথেই সংঘ হাঁটছে সে কথাও সেদিন বলেন মোহন ভাগবত।
আরও পড়ুন: গত ৬ মাসে রাজ্যের দিকে দিকে উদ্ধার বিপুল নগদ, দেখুন কবে, কোথায়
সফরে হুগলিতে যাওয়ার পাশাপাশি কলকাতায় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। পাশাপাশি সংঘের দক্ষিণ, রাঢ় ও উত্তরবঙ্গের পদাধিকারী ও প্রচারকদের সঙ্গে বৈঠক করেছিলেন। ২৩ জানুয়ারি শহিদ মিনারে নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে যোগ দেওয়ার পরে শহর ত্যাগ করেছিলেন। কলকাতায় এসে তিনি বার্তা দিয়েছিলেন, 'দেশের কথা ভুলে ব্যক্তি উন্নতির কথা ভাবলে সর্বনাশ। নেতাজি স্বাধীনতার লড়াই লড়েছেন, কারণ দেশ পরাধীন ছিল। কিন্তু তার পাশাপাশি, তিনি মানুষ গড়ে গিয়েছেন। নিজের মতো সহযোগী গড়ে তুলেছেন। সংঘ তাই করে। স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন, তার প্রবাহমানতা নিয়েই আরএসএস চলছে।'
আরও পড়ুন: মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় দল, আজ থেকেই শুরু পরিদর্শন
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours