Covid New Symptoms: নাক বন্ধ? হতে পারে করোনা! নতুন কোভিড উপসর্গগুলো জানেন?

করোনার ভ্যাকসিন মূলত দেওয়া হয়েছে যাতে শরীরে প্রতিরোধ করার মত ইমিউনিটি শক্তি গড়ে ওঠে
man-lying-in-bed-and-blowing
man-lying-in-bed-and-blowing

মাধ্যম নিউজ ডেস্ক: করোনার দাপটে চিনে এখন ভয়াবহ অবস্থা চলছে। সে দেশে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ সেভেনের সংক্রমণে প্রতিদিন গড়ে দশ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন এবং পাঁচ হাজার করে মানুষের মৃত্যু ঘটছে। এমত অবস্থায় চিনে আবার সেই ২০১৯-২০২০ এর ছবি ফিরে আসছে। সে দেশে সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে তথ্য গোপন করার অভিযোগ তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, যে চিন নাকি সঠিক তথ্য দিচ্ছেনা এবং করোনাতে মৃত্যুর হার চিনে অনেকটাই বেশি, সরকারি রিপোর্টের থেকে। দেশের একটি গবেষণাতে দেখা যাচ্ছে যে  নতুন এই বিএফ সেভেন এর সংক্রমনের হার অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে অনেকটাই বেশি। অর্থাৎ করোনার এই ভ্যারিয়েন্টে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। বিএফ সেভেন আক্রান্ত ব্যক্তি ১০ থেকে ১৮ জনকে আক্রান্ত করতে পারে বলে জানা যাচ্ছে। 

করোনার তিনটি উপসর্গ

করোনার ভ্যাকসিন মূলত দেওয়া হয়েছে যাতে শরীরে প্রতিরোধ করার মত ইমিউনিটি শক্তি গড়ে ওঠে। করোনার নতুন কী কী উপসর্গ (Covid New Symptoms) দেখা যাচ্ছে সেগুলো আমরা একটু আলোচনা করব।

১) গলা ব্যথা

করোনা সংক্রমনের সমস্ত লক্ষণগুলির মধ্যে সবথেকে একটি বড় লক্ষণ হলো গলায় ব্যথা। কোন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন এটি বোঝা যায় তার গলায় ব্যথা দেখে। এটি মূলত যে কারণে হয় যে ভাইরাসটি শ্বাসযন্ত্রকে আক্রান্ত করে। নাক, গলা, ফুসফুস দিয়ে গঠিত শ্বাসযন্ত্র কে প্রভাবিত করে।

৩) নাক দিয়ে জল পড়া

গলায় ব্যথা ছাড়া করোনা সংক্রমিত ব্যক্তির মধ্যে অপর যে লক্ষণটি দেখা যায় সেটি হল নাক দিয়ে জল পড়া। একটি সমীক্ষাতে দেখা গেছে যে বেশিরভাগ করোনা আক্রান্ত ব্যক্তি এই উপসর্গের কথাটাই বলেন।

৩) নাক বন্ধ হওয়া

উপরের দুটি লক্ষণ ছাড়াও করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে অপর আরেকটি লক্ষণ দেখা যায় সেটি হল নাক বন্ধ হয়ে যাওয়া। যেটিকে চিকিৎসার ভাষায় বলে Nasal congestion.

করোনার অপর লক্ষণগুলি হল

শুকনো কাশি

অনেকক্ষণ ধরে মাথা ব্যথা

শুকনো কাশি ছাড়াও কাশিতে কফ উঠতে পারে

গলা বসে যাওয়া

পেশির ব্যথা এবং তার সঙ্গে শরীরের অন্যান্য অংশে ব্যথা

জিভের স্বাদ এবং নাকের গন্ধ হারানো

তীব্র জ্বর

চরম ক্লান্তি ভাব

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles