মাধ্যম নিউজ ডেস্ক: নারীর ক্ষমতায়ন এদেশে আর আকাশ-কুসুম কল্পনা নয়। এর আগেও বার বার সেই প্রমাণ পাওয়া গিয়েছে। আরও একবার তা প্রমাণিত হল। কাশ্মীরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে এবার থেকে বন্দুক হাতে দেখা যাবে মহিলা আধা সামরিক সিআরপিএফ জওয়ানদের (CRPF Female Jawan)।
উপত্যকার সুরক্ষার দায়িত্বে মহিলারা
২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই দেশের মহিলাদের ক্ষমতায়নের কথা বলেছেন। বার বার মহিলাদের পক্ষে সওয়াল করেছেন। তাঁর শাসনকালে দেশের মহিলারা পেয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব। এবার আরও এক গুরুত্বপূর্ণ কাজের কাজের দায়িত্ব এল দেশের নারীশক্তির কাঁধে। উপত্যকার সুরক্ষায় এখন থেকে বহাল হবেন মহিলা সিআরপিএফরা। নতুন বছরের মার্চ মাস থেকেই এই দায়িত্ব পাবেন মহিলা জওয়ানরা (CRPF Female Jawan)। উপত্যকায় জঙ্গিদের সঙ্গে সরাসরি লড়াইয়ের ক্ষেত্রে এই প্রথমবারের জন্য কোনও নিরাপত্তা সংস্থার তরফে মহিলাদের যোগদান করানো হচ্ছে।
বর্তমানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF Female Jawan) মহিলা বাহিনীর প্রশিক্ষণ চলছে। মোটামুটি চার থেকে ছয় সপ্তাহ চলবে এই প্রশিক্ষণ। তারপর উপত্যকার বিভিন্ন জায়গায় পুরুষ সিআরপিএফ জওয়ানের পাশাপাশি মহিলা সিআরপিএফ মোতায়েন করা হবে। শ্রীনগর সেক্টরের সিআরপিএফ ইনস্পেক্টর জেনারেল চারু সিনহা সংবাদমাধ্যমকে বলেন, “আমরা প্রথমে অল্প সংখ্যক মহিলা জওয়ান মোতায়েন করব। কোনও ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় স্থানীয় মহিলারা যাতে নিরাপদ বোধ করেন, সে কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: কর্নাটকে ভোটের বাদ্যি বাজালেন শাহ, তুলোধোনা করলেন কংগ্রেস, জেডিএসকে
উল্লেখ্য, চারু সিনহা প্রথম মহিলা আইপিএস অফিসার যিনি সিআরপিএফ-র (CRPF Female Jawan) শ্রীনগর সেক্টরের প্রধানের দায়িত্ব পেয়েছেন। তিনি আরও বলেন, স্থানীয় ভাবাবেগকে সম্মান জানানোর জন্য সরসারি কমব্যাটে মহিলা জওয়ান মোতায়েন করা হচ্ছে। বর্তমানে শ্রীনগর বিমানবন্দরে সিভিল সেক্রেটারিয়েট ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে মহিলাদের তল্লাশি চালানোর জন্য মহিলা সিআরপিএফ কর্মীদের মোতায়েন করা হয়ে থাকে। এবার উপত্যকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে পুরুষ সিআরপিএফ জওয়ানের পাশে দেখা যাবে মহিলা জওয়ানদেরও। চারু সিনহা আরও বলেন, "পুরুষ কনস্টেবল যা করছেন মহিলারাও তাই করবেন। পুরুষদের কাছে যে অস্ত্র থাকবে মহিলারাদের হাতেও থাকবে একই অস্ত্র। এদিকে মহিলা সিআরপিএফ জওয়ান মোতায়েনের আগে ছয় মাসের জন্য একটি পাইলট প্রজেক্ট চালু করা হয়েছিল। আর এতে সাফল্য পাওয়ার পরেই এই সিদ্ধান্ত। মার্চ মাস থেকে সন্ত্রাসবাদ দমনে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামবেন মহিলারা।"
+ There are no comments
Add yours